নির্বাচনে মনোনয়ন পত্র তোলা ঘিরে হরিমোহন ঘোষ কলেজে নিরাপত্তার বজ্রআঁটুনি
ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র তোলা ঘিরে, গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে নিরাপত্তার বজ্রআঁটুনি। গণ্ডগোলের আশঙ্কায়, কড়া পুলিসি পাহারা। এর আগে দু হাজার তেরোয়, এই হরিমোহন ঘোষ কলেজে মনোনয়ন পত্র তোলার দিনেই, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্পেশাল ব্রাঞ্চের SI তাপস চৌধুরীর। ঘটনার জেরে গ্রেফতার হন তৃণমূলের তত্কালীন বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না।
ওয়েব ডেস্ক: ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র তোলা ঘিরে, গার্ডেনরিচের হরিমোহন ঘোষ কলেজে নিরাপত্তার বজ্রআঁটুনি। গণ্ডগোলের আশঙ্কায়, কড়া পুলিসি পাহারা। এর আগে দু হাজার তেরোয়, এই হরিমোহন ঘোষ কলেজে মনোনয়ন পত্র তোলার দিনেই, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্পেশাল ব্রাঞ্চের SI তাপস চৌধুরীর। ঘটনার জেরে গ্রেফতার হন তৃণমূলের তত্কালীন বরো চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না।
আরও পড়ুন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার
অতীতকে মাথায় রেখেই তাই, কোনওরকম হিংসাত্মক ঘটনা এড়াতে এবার কলেজ ও কলেজ-চত্বর জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বহিরাগতরা যাতে কলেজের আশেপাশেও ঘেঁষতে না পারে, সেব্যাপারে তত্পর পুলিস-প্রশাসন।
আরও পড়ুন চার মাসের জন্য বন্ধ হচ্ছে সাউথ সিটি মল