সামার ক্যাম্পে খুদেদের দেদার মজা

এই গরমে আপনি যখন হাঁসফাঁস করছেন, তখন খুদেরা কিন্তু গ্রীষ্মকে কলা দেখিয়ে মেতে উঠেছে আনন্দে। এইসব ডানপিটেরা কিন্তু দুরন্ত উপভোগ করছে কিডজি ত্রিবর্ণ কসবা কিন্ডারগার্টেন স্কুলের সামার ক্যাম্প। দেখে আপনার হিংসে হবেই! বেবি পুলের ঠাণ্ডা জলে স্নান তো আছেই, সঙ্গে জুম্বা ডান্স সেশনও। সক্কাল-সক্কাল প্রেয়ার সং দিয়ে শুরু। দিদিমণিরা জানিয়ে দেন যে নো পড়াশুনো, অনলি প্লে! ব্যস আর পায় কে! হৈ-হুল্লোড়ের মাঝে মাঝেই চলছে আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট, বিজ্ঞানের নানা আশ্চর্য খেলা। কখনও বা এক খুদে সাজিয়ে দিচ্ছে আর এক খুদেকে। আবার ভাগ করে নিচ্ছে খাবারও। গ্রীষ্মের ছুটি পড়ার সঙ্গেসঙ্গেই শুরু হয়ে গেছে খেলার ক্লাস। একদিন ম্যাজিশিয়ান আবার হরেক রকম ম্যাজিকও দেখালেন। বাইরে সূর্যদেব যতই তেজ দেখান, বাচ্চারা মোটেই হারার পাত্র নয়। শেষ দিন আছে কিড স্পেশাল ফ্যাশন শো। বাচ্চাদের প্রাণশক্তিই আমাদের প্রেরণা, জানালেন স্কুলের অধ্যক্ষ মধুমিতা বসু, প্রতি বছরই সামার ভেকেশনে আমরা দু সপ্তাহ জুড়ে সামার ক্যাম্প অর্গ্যানাইজ করি। বাচ্চারা এত খুশি হয় যে শীতের ছুটিতেও জিজ্ঞাসা করে, ম্যাম এই ছুটিতে সামার ক্যাম্প হবে না? বুঝুন তাহলে! ১৫ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে সামার ক্যাম্প। (আরও পড়ুন- জয় রাইডে বিপর্যয়)

Updated By: May 24, 2017, 05:53 PM IST
সামার ক্যাম্পে খুদেদের দেদার মজা

ওয়েব ডেস্ক: এই গরমে আপনি যখন হাঁসফাঁস করছেন, তখন খুদেরা কিন্তু গ্রীষ্মকে কলা দেখিয়ে মেতে উঠেছে আনন্দে। এইসব ডানপিটেরা কিন্তু দুরন্ত উপভোগ করছে কিডজি ত্রিবর্ণ কসবা কিন্ডারগার্টেন স্কুলের সামার ক্যাম্প। দেখে আপনার হিংসে হবেই! বেবি পুলের ঠাণ্ডা জলে স্নান তো আছেই, সঙ্গে জুম্বা ডান্স সেশনও। সক্কাল-সক্কাল প্রেয়ার সং দিয়ে শুরু। দিদিমণিরা জানিয়ে দেন যে নো পড়াশুনো, অনলি প্লে! ব্যস আর পায় কে! হৈ-হুল্লোড়ের মাঝে মাঝেই চলছে আর্ট অ্যান্ড ক্র্যাফ্ট, বিজ্ঞানের নানা আশ্চর্য খেলা। কখনও বা এক খুদে সাজিয়ে দিচ্ছে আর এক খুদেকে। আবার ভাগ করে নিচ্ছে খাবারও। গ্রীষ্মের ছুটি পড়ার সঙ্গেসঙ্গেই শুরু হয়ে গেছে খেলার ক্লাস। একদিন ম্যাজিশিয়ান আবার হরেক রকম ম্যাজিকও দেখালেন। বাইরে সূর্যদেব যতই তেজ দেখান, বাচ্চারা মোটেই হারার পাত্র নয়। শেষ দিন আছে কিড স্পেশাল ফ্যাশন শো। বাচ্চাদের প্রাণশক্তিই আমাদের প্রেরণা, জানালেন স্কুলের অধ্যক্ষ মধুমিতা বসু, প্রতি বছরই সামার ভেকেশনে আমরা দু সপ্তাহ জুড়ে সামার ক্যাম্প অর্গ্যানাইজ করি। বাচ্চারা এত খুশি হয় যে শীতের ছুটিতেও জিজ্ঞাসা করে, ম্যাম এই ছুটিতে সামার ক্যাম্প হবে না? বুঝুন তাহলে! ১৫ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে সামার ক্যাম্প। (আরও পড়ুন- জয় রাইডে বিপর্যয়)

 

.