টিকা নিয়ে কিছু ঘটলে বলত মোদীজির দোষ, এটা বৃহত্তর ষড়যন্ত্র, স্বাস্থ্য ভবনে Suvendu

টিকাকাণ্ডে ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)।

Updated By: Jun 25, 2021, 06:20 PM IST
টিকা নিয়ে কিছু ঘটলে বলত মোদীজির দোষ, এটা বৃহত্তর ষড়যন্ত্র, স্বাস্থ্য ভবনে Suvendu

নিজস্ব প্রতিবেদন: টিকাকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র দেখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বড় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করেছেন তিনি। ঘটনায় রাজ্য সরকারের যোগের অভিযোগ করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন,'এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা হোক।'

শুক্রবার আচমকা স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বেরিয়ে এসে তিনি জানান,'আগে থেকে জানিয়ে আসলে সচিব পালাত। তিনি দেখা করেছেন। আমরা বলেছি, নিরপেক্ষ এজেন্সি দিয়ে তদন্ত করা দরকার। যেখান থেকে টিকা কিনেছে তার লাইসেন্স দিয়েছে রাজ্য সরকার। কয়েক হাজার মানুষ টিকা নিয়েছেন। গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। কলকাতা পুলিসকে দিয়ে তদন্ত করলে হবে না। আমাদের যেন আদালতে যেতে না হয়। সিবিআই তদন্ত করা যেতে পারে।' 

ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। দেবাঞ্জন ধরা না পড়লে নরেন্দ্র মোদীর ঘাড়ে দায় চাপিয়ে দেওয়া হত বলেও দাবি করেন তিনি। বিরোধী দলনেতার কথায়,'গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভুয়ো, প্রতারক, চিটিংবাজ প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন যে কাণ্ড ঘটিয়েছে তাতে মানুষ আতঙ্কিত। অনেক কিছু ঘটে যেতে পারত। ভবিষ্যতে ঘটবে কিনা জানি না! কারণ আমি ডাক্তার নই। যদি ঘটে যেত তাহলে বলত মোদীজির পাঠানো ভ্যাকসিনের জন্য এমনটা হয়েছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র বলে মনে করি। পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তারা কেন্দ্র বিরোধী। সমস্ত দায় কথায় কথায় প্রধাননন্ত্রীর ঘাড়ে চাপায়।''

দেবাঞ্জনের সঙ্গে শাসক দলের যোগের অভিযোগও করেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায়, 'প্রায় ৩ সপ্তাহ ধরে টিকা শিবির চালিয়ে যাচ্ছে দেবাঞ্জন। শাসক দলের সাংসদ মিমি চক্রবর্তী টিকা নিচ্ছেন। সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র প্রচার সমর্থন করছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আইএমএ-র কর্মকর্তারা দিনের পর দিন এই প্রতারকের দিয়েছেন। পশ্চিমবঙ্গের লোককে বিপাকে ফেলেছে।'

আরও পড়ুন- WHO-র কাছ থেকে COVAXIN-কে অনুমোদন পাইয়ে দিন, PM Modi-কে পত্র Mamata-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.