রবীন্দ্রনাথের নোবেল চুরিতে গ্রেফতার আরও এক

Updated By: Mar 10, 2017, 10:32 PM IST
রবীন্দ্রনাথের নোবেল চুরিতে গ্রেফতার আরও এক

ওয়েব ডেস্ক: নোবেল চুরির তদন্তে গ্রেফতার আরও এক। শান্তিনিকেতন থেকে তাপস দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজ্য পুলিসের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তার নারকো অ্যানালিসিস করা হবে বলে SIT সূত্রে খবর। তদন্তকারীরা আশাবাদী, তাপস দাসকে জেরা করে নোবেল চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্র মিলবে। কলকাতা পুলিসের বার্গলারি সেকশনের একটি মামলায় তাপসকে গ্রেফতার করা হয়েছে। 

দুহাজার চার সালের মার্চ মাসে শান্তিনিকেতন থেকে চুরি হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদক। ভোররাতে অরক্ষিত রবীন্দ্রভবনের কাচ ভেঙে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। নোবেল পদকের সঙ্গেই চুরি হয়, কবির ব্যবহার করা আরও ৫৩ টি জিনিস। যেগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এরপর তেরো বছর কেটে গেছে। পদক বা চোর। কোনওটারই হদিশ মেলেনি। ব্যর্থ হয়েছে CBI-ও। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্ত শুরু করেছে রাজ্য পুলিস। 

.