সকাল থেকে শহরের চাকা বন্ধ

  গতকালের ট্যাক্সি ধর্মঘটের পর আজ সার্বিক পরিবহণ ধর্মঘট। ফের একবার  দুর্ভোগে পড়তে চলেছেন কলকাতাবাসী। ট্যাক্সি চালকদের লাগাতার ধর্মঘটের সমর্থনে আজ সমস্ত সরকারি, বেসরকারি পরিবহণে ধর্মঘট ডাকা হয়েছে।  সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, বিএমএস সহ সমস্ত বিরোধী সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, অটোর মতো গণপরিবহণের পাশাপাশি পন্য পরিবহণও আজকের ধর্মঘটের আওতায় পড়ছে। পুলিসি জুলুমের বিরুদ্ধে লাগাতার ধর্মঘট শুরু করেছেন ট্যাক্সি চালকরা।

Updated By: Sep 19, 2014, 10:11 AM IST
সকাল থেকে শহরের চাকা বন্ধ

কলকাতা:  গতকালের ট্যাক্সি ধর্মঘটের পর আজ সার্বিক পরিবহণ ধর্মঘট। ফের একবার  দুর্ভোগে পড়তে চলেছেন কলকাতাবাসী। ট্যাক্সি চালকদের লাগাতার ধর্মঘটের সমর্থনে আজ সমস্ত সরকারি, বেসরকারি পরিবহণে ধর্মঘট ডাকা হয়েছে।  সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি, বিএমএস সহ সমস্ত বিরোধী সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, অটোর মতো গণপরিবহণের পাশাপাশি পন্য পরিবহণও আজকের ধর্মঘটের আওতায় পড়ছে। পুলিসি জুলুমের বিরুদ্ধে লাগাতার ধর্মঘট শুরু করেছেন ট্যাক্সি চালকরা।

সেই  আন্দোলনকে কড়া হাতেই  মোকাবিলা করা হবে বলে জানিয়েছে সরকার। অন্য দিকে নিজেদের দাবিতে  অনড় রয়েছেন ট্যাক্সি চালক ও অন্যান্য পরিবহণ ইউনিয়নগুলি।  ফলে আজ ফের একবার যান যন্ত্রণায় নাজেহাল হতে  চলেছেন শহরবাসী।

 

.