EXCLUSIVE: প্রৌঢ়কে আত্মহত্যায় প্ররোচনা, রুবি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বছর পঞ্চান্নর দিলীপ রাউত রুবি হাসপাতালে কাঠ ও রংয়ের কাজের কনট্রাকটরি করতেন। অভিযোগ, গত দু-আড়াই বছরের বেশি সময় ধরে কাজ করলেও, পেমেন্ট করেনি হাসপাতাল।  

Updated By: Feb 21, 2018, 05:15 PM IST
EXCLUSIVE: প্রৌঢ়কে আত্মহত্যায় প্ররোচনা, রুবি হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদন: দুবছর ধরে বকেয়া প্রায় ৭ লক্ষ টাকা। হাজারো আবেদন-নিবেদনও গলেনি হাসপাতাল কর্তৃপক্ষের মন।  দেনায় জর্জরিত হয়ে শেষপর্যন্ত আত্মত্যার পথে বেছে নিলেন প্রৌঢ় ঠিকাদার। মর্মান্তিক এঘটনা সোনারপুরের গোপালনগরের। 

আরও পড়ুন:  দোলের স্টক এসে গেছে, মেসেজ পেয়েই হোটেলের গোপন কুঠুরিতে হানা, উদ্ধার কয়েক লক্ষ টাকার মদ
বছর পঞ্চান্নর দিলীপ রাউত রুবি হাসপাতালে কাঠ ও রংয়ের কাজের কনট্রাকটরি করতেন। অভিযোগ, গত দু-আড়াই বছরের বেশি সময় ধরে কাজ করলেও, পেমেন্ট করেনি হাসপাতাল।  বার বার হাসপাতাল কর্তৃপক্ষের হাতেপায়ে ধরেও বকেয়া আদায় করতে পারেননি দিলীপবাবু। এমনকি, ক্যাশমেমো-কাগজপত্র জমা দেওয়ার পরও টাকা চাইতে গিয়ে কপালে জুটেছে অপমান। মানসিক অত্যাচার সহ্য রতে পারেননি বছর পঞ্চাশের দিলীপবাবু। ধার দেনা করে কোনওরকমে লেবারদের টাকা শোধ করলেও নিজেই একটু একটু করে মানসিক অবসাদে ডুবে যেতে থাকেন তিনি। গতকাল চরম সিদ্ধান্ত নেন। রান্নাঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দিলীপবাবু।

 

আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থা, উত্তাল বেলুড় প্রাথমিক স্কুল
 মেয়ের অভিযোগ, কার্যত তাঁর বাবাকে প্ররোচনা দিয়ে আত্মঘাতী হতে বাধ্য করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রুবি কর্তৃপক্ষের বিরুদ্ধে সোনারপুর থানায় এফআইআর দায়ের করেছে পরিবার। 

.