তৃণমূলই রাজ্যে এগিয়ে, বলছে টাইমস নাও-সি ভোটার সমীক্ষা

রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রাখল টাইমস নাও-সি ভোটার সমীক্ষা। তবে, গত নির্বাচনের তুলনায় এবার তাদের আসন সংখ্যা কমবে বলে দাবি সেখানে। সেই সঙ্গে বাম-কংগ্রেস জোট ফলও উঠে এসেছে এই সমীক্ষায়।

Updated By: May 16, 2016, 07:22 PM IST
তৃণমূলই রাজ্যে এগিয়ে, বলছে টাইমস নাও-সি ভোটার সমীক্ষা

ওয়েব ডেক্স : রাজ্যে তৃণমূল কংগ্রেসকেই এগিয়ে রাখল টাইমস নাও-সি ভোটার সমীক্ষা। তবে, গত নির্বাচনের তুলনায় এবার তাদের আসন সংখ্যা কমবে বলে দাবি সেখানে। সেই সঙ্গে বাম-কংগ্রেস জোট ফলও উঠে এসেছে এই সমীক্ষায়।

 

এই চ্যানেলের সমীক্ষা অনুসারে রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৬৭টি আসন। অন্যদিকে, সিপিআইএম পাবে ৭৫টি আসন। কংগ্রেসর দখলে যাবে ৪৫টি আসন। অর্থাত, এই সমীক্ষা অনুসারে জোটের দখলে যাচ্ছে ১২০টি আসন। সেই সঙ্গে বিজেপি পাবে ৪টি আসন ও অন্যান্যদের দখলে যাচ্ছে ৩টি আসন।

 

একনজরে ২৯৪টি কেন্দ্রের টাইমস নাও-সি ভোটার এক্সিট পোল-

তৃণমূল কংগ্রেস- ১৬৭

সিপিআইএম- ৭৫

কংগ্রেস- ৪৫

বিজেপি- ৪

অন্যান্য- ৩

আরও পড়ুন, রেকর্ড সংখ্যাক আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল, জানাল ইন্ডিয়া টুডে-এর সমীক্ষা

 

.