ঘাস ফুলের ভরা বাজারেও হাইকোর্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেল না তৃণমূল

Updated By: Jul 19, 2014, 03:28 PM IST

লোকসভা থেকে পুরভোট রাজ্যে সর্বত্র তৃণমূলের জয়ের‍ ছবিটা বদলে গেল হাইকোর্টে। অন্তর্দ্বন্দ্বের জেরে হাইকোর্টে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেল না তৃণমূল কংগ্রেস।  কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনে এবার খাতা খুলেই অন্যতম গুরুত্বপূর্ণ সচিব পদ নিজেদের দখলে রাখল  বিজেপি।  

২০১৩ সালে পরিবর্তনের ভরা জোয়ারেও প্রেসিডেন্ট পদে হেরেছিলেন তৃণমূল কংগ্রেসের দাপুটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হারের কারণ হিসেবে উঠে এসেছিল ব্যক্তি কল্যাণের গ্রহণযোগ্যতা। এবছর কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আর কোনও পদে নিযুক্ত করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেল না তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয় লোকসভা ভোটের মতোই বিজেপির আশাতীত সাফল্য ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। কিন্তু কী কারণে তৃণমূলের এই হার?

সূত্রের খবর, তৃণমূল সেলের আইনজীবীদের একাংশ ক্ষুব্ধ সরকারি মামলার ভাগবাটোয়ারা নিয়ে। অভিযোগ খোদ জেনারেল প্রসিকিউটরের বিরুদ্ধে।

.