নারদ ও সারদা কাণ্ডে প্রতিহিংসার অভিযোগ তুলে এবার পথে নামল তৃণমূল

নারদ ও সারদাকাণ্ডে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। কংগ্রেস, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে একসঙ্গে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। এবার সেই অভিযোগ তুলে পাল্টা পথে নামল তৃণমূল। বিরোধী দলের একাধিক নেতা-নেতৃদের গ্রেফতারেরও দাবি করা হয় মিছিল থেকে

Updated By: Mar 30, 2017, 04:12 PM IST
নারদ ও সারদা কাণ্ডে প্রতিহিংসার অভিযোগ তুলে এবার পথে নামল তৃণমূল

ওয়েব ডেস্ক : নারদ ও সারদাকাণ্ডে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। কংগ্রেস, সিপিএম ও বিজেপির বিরুদ্ধে একসঙ্গে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। এবার সেই অভিযোগ তুলে পাল্টা পথে নামল তৃণমূল। বিরোধী দলের একাধিক নেতা-নেতৃদের গ্রেফতারেরও দাবি করা হয় মিছিল থেকে

আরও পড়ুন- ভোটে হার, গোলমাল শুরু তৃণমূলের, আজ ফের অশান্তির আশঙ্কা মেট্রো ভবনে

আজ তারা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীদের এই মিছিলে পা মেলান বহু কর্মী সমর্থকরা। মিছিল থেকে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, CPIM বিধায়ক সুজন চক্রবর্তীর গ্রেফতারির দাবি করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সীর মত নেতৃত্ব।

.