রাজ্যে এখন অনেক সহজ যান চলাচল সমস্যা

গত চার বছরে রাজ্যে অনেকটাই সুরাহা হয়েছে যানবাহন সমস্যার। ভারত-বাংলাদেশ যোগাযোগ আরও সহজ করতে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস। মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে ২৪টি নতুন মোটর ভেহিকেলস অফিস।

Updated By: Mar 8, 2016, 05:11 PM IST
রাজ্যে এখন অনেক সহজ যান চলাচল সমস্যা

ওয়েব ডেস্ক: গত চার বছরে রাজ্যে অনেকটাই সুরাহা হয়েছে যানবাহন সমস্যার। ভারত-বাংলাদেশ যোগাযোগ আরও সহজ করতে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস। মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে ২৪টি নতুন মোটর ভেহিকেলস অফিস।
 
রাস্তায় নামানো হয়েছে ১৫০০ টি নতুন এসি ও নন এসি বাস। এছাড়া আরও ২৫০টি এসি বাস চালু হওয়ার কথা। ট্যাক্সি চালকদের খামখেয়ালিপনায় নাজেহাল হচ্চিল মানুষ। মানুষের এই সমস্যা থেকে মুক্ত করতে চালু করা হয়েছে 'নো রিফিউজাল ট্যাক্সি'। বিভিন্ন জায়গায় প্রায় ১৫ হাজার 'নো রিফিউজাল' ট্যাক্সি চলছে। প্রায় ৪ হাজার বাসের পারমিট ইস্যু করে হয়েছে। ৩০টি জেটি নতুন করা হয়েছে ও পুরনোগুলির পুনর্নির্মাণ করা হয়েছে। আন্দুলে তৈরি হয়েছে প্রথম গ্রিণফিল্ড এয়ারপোর্ট। এখান থেকে ঊড়বে দুর্গাপুর, নিউদিল্লি ও কলকাতার উড়ান।  

পড়ুন নতুন ভাবে সাজছে রাজ্যের শহরগুলি

.