কোন পথে কালা দিবস? জেনে নিন, মমতা বাহিনীর আগাম প্ল্যান

Updated By: Nov 7, 2017, 08:54 PM IST
কোন পথে কালা দিবস? জেনে নিন, মমতা বাহিনীর আগাম প্ল্যান

নিজস্ব প্রতিবেদন: নোট বাতিলের বর্ষপূর্তিতে কালা দিবসের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার অ্যাকাউন্টের ডিপি (ডিসপ্লে পিকচার) কালো করে দিয়ে দিন কয়েক আগেই কালা দিবস পালনের ডাকও দিয়েছেন মমতা। আগামী কাল ৮ নভেম্বরই সেই দিন। ফলে, রাজ্য জুড়ে জোড়াফুল কর্মীরা ময়দানে নামবেন দলনেত্রীর ডাকে সাড়া দিয়ে। জেলার পাশাপাশি কলকাতার রাস্তাতেও কাল পথে নামবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে সামগ্রিকভাবে কোনও মিছিল আয়োজনের পরিকল্পনা নেয়নি তৃণমূল। বরং শহরের বিভিন্ন এলাকা থেকে এদিন আলাদা আলাদা মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূলের একাধিক প্রথম সারির নেতা।

কিন্তু, কোন পথে কে হাঁটবেন?

  • অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন ফলতা থেকে তাঁর নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের পথে।
  • বেলা ১২টায় চেতলা থেকে খিদিরপুর হয়ে বিএনআর পর্যন্ত হাঁটবেন ববি হাকিম।
  • শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দুপুর ২টা নাগাদ মিছিল শুরু হবে ধর্মতলা থেকে।
  • বেলা ১টায় টালিগঞ্জ ট্রামডিপো থেকে শুরু হওয়া মিছিলের নেতৃত্ব দেবেন অরূপ বিশ্বাস।
  • গড়িয়াহাট মোড় থেকে মিছিলের নেতৃত্ব দেবেন সুব্রত মুখোপাধ্যায়।
  • শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন বেহালা ট্রাম ডিপো থেকে শুরু হওয়া মিছিলের অগ্রভাবে।
.