লরি উলটে ব্যাপক যানজট বিদ্যাসাগর সেতুতে, জেনে নিন এখনকার পরিস্থিতি

দ্বিতীয় হুগলি সেতুতে রেষারেষি করতে গিয়ে উলটে গেল মালবাহী লরি। সাত সকালে দুর্ঘটনায় সেতুতে ব্যাপক যানজট দেখা দেয়। 

Updated By: Jun 7, 2018, 09:34 AM IST
লরি উলটে ব্যাপক যানজট বিদ্যাসাগর সেতুতে, জেনে নিন এখনকার পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় হুগলি সেতুতে রেষারেষি করতে গিয়ে উলটে গেল মালবাহী লরি। সাত সকালে দুর্ঘটনায় সেতুতে ব্যাপক যানজট দেখা দেয়। 

ঘটনা বৃহস্পতিবার ভোর ৪.৫৫ মিনিটের। বিদ্যাসাগর সেতুক কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার লেনে উলটে যায় লরি। যার ফলে ওই দিকে অ্যাপ্রোচ লেনের প্রায় ৭০ শতাংশ অংশ বন্ধ হয়ে যায়। উলটে যাওয়া লরি থেকে মালপত্তর নামিয়ে সেটিকে সোজা করার কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 

ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার লেনে ব্যাপক যানজট তৈরি হয়। ওই লেনে গাড়ি চললেও চলছিল খুব ধীরে। সকাল ৮টা নাগাদ উলটে যাওয়া লরিটি সরিয়ে রাস্তার আরও কিছুটা অংশ বাধামুক্ত হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। 

.