২৫ কেজি হেরোইন আসলে কাঁচামাল, শহরেই কি মাদক তৈরির কারখানা?
মাদকপাচার চক্রের হদিশ।
নিজস্ব প্রতিবেদন: পাচার কাণ্ডে জড়িতরা মাঝেমধ্যেই ধরা পড়ছিল। কলকাতা থেকে বাজেয়াপ্ত হচ্ছিল মাদকও। কিন্তু পাইকপাড়া থেকে ১০৫ কোটি টাকার মাদক উদ্ধারের পর নতুন আশঙ্কায় কপালে ভাঁজ পড়ছে গোয়েন্দাদের। শহর কি তবে মাদক তৈরির কারখানা হয়ে উঠছে? উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই মাদক কারবারীকে চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শহরে হানা দিয়ে বাজেয়াপ্ত রেকর্ড পরিমাণ হেরোইন। ২৫ কেজি হেরোইন উদ্ধারের পর নয়া সম্ভাবনা ভাবাচ্ছে গোয়েন্দাদের। ধৃত জুবের উত্তরপ্রদেশের বাসিন্দা। আর ধৃত মৌলানা ফায়াজুদ্দিন মণিপুরে থাকে। এতপরিমাণে হেরোইন কি কাঁচামাল হিসেবে শহরে আনা হয়েছিল?
শহরেই মাদক তৈরি?
সূত্রের খবর, বিপুল চাহিদার সঙ্গে পাল্লা দিতে বিভিন্ন রকম পাউডারের সঙ্গে মাদক মেশানোর কাজটা কলকাতা থেকেই করা হচ্ছিল। চাহিদা বেশি থাকাতেই এত বিপুল মাদক শহরে আনা হয়।
গত বছর মার্চে এজেসি বোস রোড থেকে এক ড্রাগ পেডলারকে ধরা হয়।
ড্রাগ পেডলারকে জেরা করে তিলজলা ও তপসিয়া থেকে ধরা হয় কয়েকজন ড্রাগ পাচারকারীকে।
ধৃতদের জেরা করে উত্তরপ্রদেশ থেকে একজন লিঙ্কম্যানকে ধরে STF।
গোয়েন্দারা জানতে পারেন, উত্তরপ্রদেশ ও উত্তর-পূর্ব ভারতের করিডর দিয়ে কলকাতায় আসত মাদক।
কলকাতায় মাদকের সঙ্গে নানা পাউডার মিশিয়ে আরও নানা রাজ্যে সাপ্লাই করার ব্লু প্রিন্ট তৈরি হয়।
আরও তদন্ত প্রয়োজন। যা মিলেছে, তা হিমশৈলের চূড়ামাত্র, মনে করছেন গোয়েন্দারা। .
আরও পড়ুন- একুশের যুদ্ধে সেনাপতি দিলীপের 'বাহিনী' নিয়ে চার-চারটি তালিকা গেল দিল্লিতে