ভোরের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি ২
শহরে ফের বেপরোয়া গতির বলি হলেন ২ জন। গুরুতর জখম আরও ৩ জন। আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুজোর মাঝে কলকাতা শহরের বুকে একের পর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহতও হয়েছেন অনেকে। প্রত্যেকটি ক্ষেত্রেই পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
![ভোরের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি ২ ভোরের কলকাতায় ফের বেপরোয়া গতির বলি ২](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/15/68054-kolkataaccidentsjhjkdfhfd.jpg)
ওয়েব ডেস্ক : শহরে ফের বেপরোয়া গতির বলি হলেন ২ জন। গুরুতর জখম আরও ৩ জন। আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুজোর মাঝে কলকাতা শহরের বুকে একের পর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। আহতও হয়েছেন অনেকে। প্রত্যেকটি ক্ষেত্রেই পুলিসের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন- ফের রাতের কলকাতায় দুর্ঘটনা, আহত তিন
আজ সকালে হেস্টিংস মোড়ের কাছে বেপরোয়া গতিতে থাকা পাথর বোঝাই একটি লরি এসে একটি ট্যাক্সিকে ধাক্কা মারে। পরে আরও একটি মিনিডোরে ধাক্কা মারে লরিটি। ট্যাক্সিতে সওয়ার ছিলেন ৫ জন। তাঁরা প্রত্যেকেই গুরুতর ভাবে আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে ২ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সরা। আহতদের SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।