বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হ্যাক! ক্ষমা চাননি উপাচার্য, জানালেন রেজিস্ট্রার
১১টা ৫৪: উপাচার্যের ক্ষমা চাওয়া বিতর্কের পর বল্ক করে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের VC's Desk পেজ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত। ওই পেজেই আজ সকালে ক্ষমা চেয়ে উপাচার্য মন্তব্য করেছিলেন, "I am sorry'.
LIVE UPDATE:
১২টা ১৩: ওই উপাচার্যের দ্বারা বিশ্ববিদ্যালয় পরিচালনা সম্ভব নয়. মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টার্যের।
১১টা ৫৪: উপাচার্যের ক্ষমা চাওয়া বিতর্কের পর বল্ক করে দেওয়া হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের VC's Desk পেজ। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত। ওই পেজেই আজ সকালে ক্ষমা চেয়ে উপাচার্য মন্তব্য করেছিলেন, "I am sorry'.
১১টা ১১টা: ছাত্রদের বিরুদ্ধে ওয়েব সাইট হ্যাক করার অভিযোগ রেজিস্ট্রারের। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন আবসুর নেতা তন্তয় সাহা জানিয়েছে, ""আমাদের ছাত্ররা এতে রয়েছে কী না জানি না। যদি করে থাকে তাতে কিছু বলতে পারব না। আমরা আজকের মহামিছলের প্রস্তুতি নিচ্ছি।
সকাল ১১টা : উপাচার্য ক্ষমা চাননি। হ্যাক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট। ২৪ ঘণ্টাকে জানালনে রেজিস্ট্রার প্রদীপ ঘোষ। তাঁর সঙ্গে কথা উপাচার্যের। আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন প্রদীব ঘোষ।
১০ ৫৩: উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর ক্ষমা চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল ছাত্র সংগঠন গুলি। তবে উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে অনড় ছাত্র-ছাত্রীরা।
১০টা ৪৭: যাদবপুরকাণ্ডে ক্ষম চাইলেন উপাচার্য। বিশ্ব বিদ্যালয়ের ওয়েব সাইটে তিনি লিখেছেন, "আমি দুঃখিত' (I am sorry)।
সকাল ১০ টা ১৫: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা অব্যাহত। ক্লাস বয়কটের সিদ্ধান্তেই অনড় রয়েছেন ছাত্রছাত্রীরা। উপাচার্যের অপসারনের দাবিতে চলছে আন্দোলন। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে আজ সকালে গোলপার্ক থেকে মিছিল করেন শহরের বেশকয়েকটি কলেজের পড়ুয়ারা। দুপুরে নন্দন থেকে মিছিল করে রাজভবনে যাবেন যাদবপুরের আন্দোলনকারীরা। রাজ্যপালের সঙ্গে দেখাও করবেন তারা। অন্যদিকে এই ঘটনায় সোমবার পাল্টা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।