শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, ফিজিওথেরাপিও করানো হচ্ছে তাঁকে

Veteran actress Suchitra Sen on ventilator support, Live update of her meical health

Updated By: Jan 4, 2014, 03:10 PM IST

বেলা ১টা: সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকালের তুলনায় ভাল আছেন মহানায়িকা। তবে এখনও অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। সকালে প্রাতরাশ করেছেন মহানায়িকা। ফিজিওথেরাপিও করানো হচ্ছে তাঁকে। দুপুর একটার মেডিকেল বুলেটিনে একথা জানানো হয়েছে। গতকালের তুলনায় মহানায়িকার হৃদস্পন্দন নিয়মিত রয়েছে। তবে এখনও ফুসফুসে সংক্রমণ থাকায় মেডিকেল বোর্ডে আনা হয়েছে দুজন চেস্ট স্পেশ্যালিস্টকে।

সকাল ১০টা: সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্সায় আস্তে আস্তে সাড়া দিচ্ছেন তিনি। তাঁর নন-ইনভেসিভ ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে। সাধারণ মাস্কেই অক্সিজেন নিচ্ছেন সুচিত্রা সেন। মহানায়িকার হৃদস্পন্দন, রক্তচাপ স্বাভাবিক রয়েছে বলেই জানানো হয়েছে সকাল ৮টার মেডিক্যাল রিপোর্টে। সকালে হালকা ব্রেকফাস্টও খেয়েছেন মহানায়িকা।

সকাল ৯টা: রাতেও মহানায়িকার শারীরিক অবস্থা উদ্বেগজনকই ছিল। সারারাত নার্সিংহোমে ছিলেন মুনমুন সেন। রাতে সুচিত্রা সেনকে দেখে যান রিয়া ও রাইমা সেন। গতকাল সন্ধ্যায় সুচিত্রা সেনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার দিনভর উদ্বেগের প্রহর:

রাত ১০টা: সন্ধের পর সুচিত্রা সেনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, এখন তিনি অনেকটা স্থিতিশীল। আজ গোটা দিন সুচিত্রা সেনকে নিয়ে উদ্বেগে ছিলেন চিকিত্সকেরা। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়, শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে যায় মহানায়িকার। তাঁকে একটানা অক্সিজেন দেওয়া হতে থাকে।

৮টা: সামান্য অবস্থার উন্নতি সুচিত্রা সেনের। দুপুরে শারীরিক অবস্থার উন্নতি হয়। নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার পর শারিরিক অবস্থার উন্নতি হয় মহানায়িকার। চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসকষ্টের সমস্যা অনেকটাই কমেছে। অসুস্থ সুচিত্রা সেনকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী।

বিকেল ৪টে: মহানায়িকা সুচিত্রা সেনের শারীরিক অবস্থার অবনতি। আজ সকাল থেকে ফের শারীরিক অবস্থার অবনতি হয়। রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। স্বাভাবিক ভাবে অক্সিজেন নিতে না পারায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে মহানায়িকার। হৃদস্পন্দন নিয়ন্ত্রণে নেই। গতকালের থেকে আজ অনেকটাই খারপ রয়েছেন সুচিত্রা সেন। এমনটাই জানিয়েছে ডাক্তাররা। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় একটানা তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি সুচিত্রা সেন।

.