শেষ ভোট পর্ব, এখনও শহরের মুখ ব্যানার, পোস্টার, ফেস্টুন, দেওয়াল লিখনে ঢাকা

ভোট প্রচার শেষ। ভোটদান পর্ব শেষ। ফল প্রকাশ শেষ। শেষ নয় শহরের দৃশ্যদূষণ। উত্তর থেকে দক্ষিণ। বাম থেকে ডান। এই একটা ব্যাপারে মিল সবারই। উত্তরের শিয়ালদা-কলেজ স্ট্রিট-হাতিবাগান। দক্ষিণের গড়িয়াহাট-ভবানীপুর-বালিগঞ্জ। তৃণমূল কংগ্রেস-বামফ্রন্ট-কংগ্রেস-বিজেপির মধ্যে বেনজির ঐক্য। মতাদর্শে নয়। কাজে। কেউই নির্বাচনের পর হোর্ডি-ফেস্টুন-ব্যানার-দেওয়াল লিখন পরিস্কারের কাজে হাত দেয়নি।

Updated By: May 2, 2015, 09:30 PM IST

ব্যুরো: ভোট প্রচার শেষ। ভোটদান পর্ব শেষ। ফল প্রকাশ শেষ। শেষ নয় শহরের দৃশ্যদূষণ। উত্তর থেকে দক্ষিণ। বাম থেকে ডান। এই একটা ব্যাপারে মিল সবারই। উত্তরের শিয়ালদা-কলেজ স্ট্রিট-হাতিবাগান। দক্ষিণের গড়িয়াহাট-ভবানীপুর-বালিগঞ্জ। তৃণমূল কংগ্রেস-বামফ্রন্ট-কংগ্রেস-বিজেপির মধ্যে বেনজির ঐক্য। মতাদর্শে নয়। কাজে। কেউই নির্বাচনের পর হোর্ডি-ফেস্টুন-ব্যানার-দেওয়াল লিখন পরিস্কারের কাজে হাত দেয়নি।

পরিবেশবিদরা কি বলছেন?

কিভাবে হাল ফিরবে শহর কলকাতার। কিভাবে দৃশ্যদূষণ রুখতে বাধ্য করা যাবে রাজনৈতিক দলগুলিকে?

 

.