কলকাতা একাদশের মার্কশিট, তৃণমূল-১১ বিরোধী-০

১১ তে ১১। ২০১৬ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ রায় দিয়েছে তৃণমূলের পক্ষেই। ক্ষমতায় তৃণমূল আসবে কি আসবে না, দোলাচলে ছিল সবার মন। রেজাল্টে তৃণমূল একাই ২০০ প্লাস। ঢেলে ভোট যাকে বলে। রাজ্যজুড়ে তো বটেই কলকাতার রাজনৈতিক মানচিত্রে কম্পাস বসিয়েও বিরোধী বৃত্তে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। একেবারে শূন্য। বাম-কংগ্রেস জোট শূন্য। বিজেপি শূন্য। বিরোধী শূন্য। তৃণমূল ১১ তে ১১। ভোটের শতাংশের নিরিখে রাজ্যের রাজধানী কত শতাংশ ভোট পেল? দেখে নিন-

Updated By: May 20, 2016, 12:34 PM IST
কলকাতা একাদশের মার্কশিট, তৃণমূল-১১ বিরোধী-০

কলকাতা: ১১ তে ১১। ২০১৬ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ রায় দিয়েছে তৃণমূলের পক্ষেই। ক্ষমতায় তৃণমূল আসবে কি আসবে না, দোলাচলে ছিল সবার মন। রেজাল্টে তৃণমূল একাই ২০০ প্লাস। ঢেলে ভোট যাকে বলে। রাজ্যজুড়ে তো বটেই কলকাতার রাজনৈতিক মানচিত্রে কম্পাস বসিয়েও বিরোধী বৃত্তে কাউকেই খুঁজে পাওয়া যাবে না। একেবারে শূন্য। বাম-কংগ্রেস জোট শূন্য। বিজেপি শূন্য। বিরোধী শূন্য। তৃণমূল ১১ তে ১১। ভোটের শতাংশের নিরিখে রাজ্যের রাজধানী কত শতাংশ ভোট পেল? দেখে নিন-

২০১৬ বিধানসভা নির্বাচন: কলকাতা জেলার ফল

তৃণমূল- ৪৮.৩৮%
জোট (বাম-কংগ্রেস)- ৩২.০৬%
বিজেপি- ১৫.১৯%
অন্যান্য- ৪.৩৫ %

২০১১ সালের বিধানসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল? দেখে নিন-

কংগ্রেস ও তৃণমূল জোট- ৫৯.৬৪%
বামফ্রন্ট-৩২.৫৭%
বিজেপি-৫.১৭%
অন্যান্য-৩.৬২%   

.