টালায় সংস্কার, শনিবার জল সরবরাহ বন্ধ কলকাতার বিস্তির্ণ এলাকায়

টালার ট্যাঙ্কে সংস্কারের জন্য আগামীকাল বিকেলে জল সরবারহ বন্ধ থাকবে কলকাতার বিস্তির্ণ এলাকায়। টালা আর পলতায় ভালব বদল করবে পুরসভা। পলতায় দুটি এবং টালায় ছটি ভালভ বদল করা হবে। শনিবার সকালে নিয়ম মাফিক জল সরবরাহ হলেও বিকেলে জল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র। জল সরবরাহ বন্ধ থাকবে মধ্য আর উত্তর কলকাতায়। রবিবার থেকে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে।

Updated By: Jul 7, 2017, 09:46 PM IST
টালায় সংস্কার, শনিবার জল সরবরাহ বন্ধ কলকাতার বিস্তির্ণ এলাকায়

ওয়েব ডেস্ক : টালার ট্যাঙ্কে সংস্কারের জন্য আগামীকাল বিকেলে জল সরবারহ বন্ধ থাকবে কলকাতার বিস্তির্ণ এলাকায়। টালা আর পলতায় ভালব বদল করবে পুরসভা। পলতায় দুটি এবং টালায় ছটি ভালভ বদল করা হবে। শনিবার সকালে নিয়ম মাফিক জল সরবরাহ হলেও বিকেলে জল বন্ধ থাকবে বলে জানিয়েছেন মেয়র। জল সরবরাহ বন্ধ থাকবে মধ্য আর উত্তর কলকাতায়। রবিবার থেকে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে।

আরও পড়ুন- ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলিংয়ে, ৩ দিনের জন্য একাধিক বাস-মিনিবাসের রুট বদল

তবে, এর ফলে সমস্যায় পড়তে পারেন এই চত্বরে বসবাসকারী অসংখ্য মানুষ। তবে, সমস্যা সমাধানের জন্য আগে থেকে জল ধরে রাখার জন্য পুরসভার পক্ষ থেকে বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে। 

.