২৯ দিনের মাথায় ফল প্রকাশ হল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার

Updated By: Jun 5, 2015, 03:06 PM IST
২৯ দিনের মাথায় ফল প্রকাশ হল জয়েন্ট এনট্রান্স পরীক্ষার

ওয়েব ডেস্ক: জয়েন্টে ১ লক্ষ ২৯ হাজার ৬৫৪ জন পরীক্ষার্থীর ফল ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এনট্রান্স এক্সামিনেশন বোর্ড। জয়েন্ট পরীক্ষায় তিনটি ভাগে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছেন। একটি ইঞ্জিনিয়ারিং। একটি মেডিক্যাল এবং আরও একটি হল কমবাইন্ড। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই রয়েছে আর্কিটেকচার ভাগটি। মেডিক্যালের ক্ষেত্রে ফার্মেসি, ডেন্টাল বিভাগটি রয়েছে। কমবাইন্ডের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল উভয় ক্ষেত্রেই ছাত্রছাত্ররীরা পরীক্ষা দিয়েছেন। 

শুক্রবার ৫ জুন, WBJEEB-বোর্ডের চেয়ারপার্সন সাংবাদিক সন্মেলন করে ফল ঘোষণা করেন। ৫ ও ৬ জুন, দুই দফায় প্রকাশিত হবে জয়েন্টের ফলাফল। ভোটের কারণে পরীক্ষা পিছলেও ২৯ দিনের মধ্যেই ফল প্রকাশ করতে পেরে খুশি বোর্ড। 

এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিলেন ১ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ৬৫৪ জন। 

.