আগামী ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষা

ইয়ে দিল মাঙ্গে মোর। এক সময়ের বিজ্ঞাপনের জনপ্রিয় এই ক্যাপশন এখন  মি. উইন্টারের ক্ষেত্রে ১৬ আনা প্রযোজ্য। ঘুর্ণিঝড় আর নিম্নচাপের জোড়া ফলায় এবার বারবারই পিছু হঠেছে শীত। শেষবেলায় তাই কিছুটা ড্যামেজ কন্ট্রোল।

Updated By: Jan 29, 2017, 09:35 AM IST
আগামী  ৪৮ ঘণ্টায় জাঁকিয়ে শীত পড়ার অপেক্ষা

ওয়েব ডেস্ক : ইয়ে দিল মাঙ্গে মোর। এক সময়ের বিজ্ঞাপনের জনপ্রিয় এই ক্যাপশন এখন  মি. উইন্টারের ক্ষেত্রে ১৬ আনা প্রযোজ্য। ঘুর্ণিঝড় আর নিম্নচাপের জোড়া ফলায় এবার বারবারই পিছু হঠেছে শীত। শেষবেলায় তাই কিছুটা ড্যামেজ কন্ট্রোল।

বাঙালির ভ্যালেন্টাইনস ডে-তে জমাটি শীতেরই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজও কিছুটা নেমেছে তাপমাত্রার পারদ।  কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী  ৪৮ ঘণ্টা থাকবে শীতের এই অনুভূতি।

আরও পড়ুন, শিয়ালদা দক্ষিণ শাখায় নরেন্দ্রপুর রেল স্টেশনে প্ল্যাটফর্মে আগুন

কী কারণে যক্ষার আতুরঘর বীরভূমের কোরাগ্রাম?

.