Post poll violence: অস্বাভাবিক মৃত্যুর মামলায় বাড়তি গুরুত্ব, নিজাম প্যালেসে CBI-এর বৈঠকে সিদ্ধান্ত

অস্বাভাবিক মত্যুর মামলা সংক্রান্ত বিষয়ে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত।

Updated By: Aug 25, 2021, 02:19 PM IST
Post poll violence:  অস্বাভাবিক মৃত্যুর মামলায় বাড়তি গুরুত্ব, নিজাম প্যালেসে CBI-এর বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী অশান্তিতে অস্বাভাবিক মৃত্যুর মামলা। আর তাতেই বাড়তি গুরুত্ব দিচ্ছে সিবিআই। অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে সিবিআইকে এবং সেই অভিযোগ খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে। তারপরেই সিদ্ধান্ত নেবে কোন ধারায় মামলা দায়ের হবে। নিজাম প্যালেসে চারজন জয়েন্ট ডিরেক্টরের বৈঠক সিদ্ধান্ত হয়েছে। 

হাইকোর্টের রায়দানের পরই সিবিআইয়ের তরফে তৎপরতা দেখা যায়। 'ভোট পরবর্তী হিংসা' (Post Poll Violence) মামলায় আগেই একজন জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। এবার ওই চার ইউনিটের আলাদা আলাদা দল গঠন করল সিবিআই (CBI)। প্রত্যেক দলে রয়েছেন ২১ জন অফিসার। নেতৃত্বে থাকছেন একজন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, ৪ জন এসপি।

আরও পড়ুন, 'মমতার প্রকল্প ডোল রাজনীতি বলা ভুল', আলিমুদ্দিনকে তোপ CPM-এর পলিটব্যুরোর

বুধবার নিজাম প্যালেসেই জয়েন্ট ডিরেক্টরদের বৈঠক ছিল। সেখানেই অস্বাভাবিক মত্যুর মামলা সংক্রান্ত বিষয়ে বিশেষ নজর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রঙ্গগত, বৃহস্পতিবারের মধ্যে বাছাই করা অফিসারদের কলকাতায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.