জানেন রাবনের ১০ টি মাথা কেন?

আপনি নিশ্চয়ই রামের ভক্ত। কিন্তু মাইকেলের লেখা পড়ে আপনারও নিশ্চয়ই রাবনকে বেশ ভালোই লেগেছে। রাবন আপনার কাছে নায়কই হন অথবা খলনায়ক, এটা তো ঠিক যে, তাঁর ১০ টা মাথা আপনার দিব্যি লাগে? সত্যিই। পূরাণ কত কত কল্পনার জন্ম দেয় আমাদের মনে। একজনের নাকি ১০টা মাথা! কিন্তু জানেন কী রাবনের কেন ১০টা মাথা?

Updated By: Dec 2, 2016, 02:06 PM IST
 জানেন রাবনের ১০ টি মাথা কেন?

ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই রামের ভক্ত। কিন্তু মাইকেলের লেখা পড়ে আপনারও নিশ্চয়ই রাবনকে বেশ ভালোই লেগেছে। রাবন আপনার কাছে নায়কই হন অথবা খলনায়ক, এটা তো ঠিক যে, তাঁর ১০ টা মাথা আপনার দিব্যি লাগে? সত্যিই। পূরাণ কত কত কল্পনার জন্ম দেয় আমাদের মনে। একজনের নাকি ১০টা মাথা! কিন্তু জানেন কী রাবনের কেন ১০টা মাথা?

আরও পড়ুন ফুলকপি খেলে যে ৫ টি দুর্দান্ত উপকার পাওয়া যায়

পুরাণ অনুযায়ী এর একটি ব্যাখ্যা নিচে দেওয়া হল। তবে, যেহেতু বিষয়টা পুরাণ। তাই, এর ব্যাখ্যাও পাওয়া যায় অনেক। তারমধ্যেই সবথেকে বেশি প্রচলিত ব্যাখ্যাটি বরং জেনে নিন। পুরাণ অনুযায়ী রাবনের ১০টি মাথা আসলে মানুষের ১০টি খারাপ চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক। ১) অহংকার, ২) মোহ, ৩) অনুতাপ, ৪) ক্রোধ, ৫) ঘৃণা, ৬) ভয়, ৭) হিংসা, ৮) লোভ, ৯) কাম এবং, ১০) জড়তা। এই ১০টি চারিত্রিক বৈশিষ্ঠ্যের প্রতীক হিসেবেই রাবন দশানন।

আরও পড়ুন  এই বালককে গণেশের অবতার বলেই বিশ্বাস করেন জলন্ধর গ্রামের মানুষ

.