সার্কাসের চার্লি থেকে জন্মদিনের মিকি, মেকওভারে জোকাররা

Updated By: Feb 3, 2015, 08:12 PM IST
সার্কাসের চার্লি থেকে জন্মদিনের মিকি, মেকওভারে জোকাররা

সার্কাসের গন্ডিতে আর আবদ্ধ নয়। সময়ের সঙ্গে সঙ্গে চরিত্র বদল হয়েছে মুখে সাদা রঙ-নাকে লাল বল লাগানো জোকারদের। বিয়েবাড়ি, জন্মদিন, বিবাহবার্ষিকীর অনুষ্ঠানেও এখন

জনপ্রিয় জোকাররা। কখনও মিকি মাউস, আবার কখনও ছোটা ভীমের বেশে।

দিন বদলেছে। বদলেছে বিনোদনের মাধ্যমও। বছর পনেরো আগেও যেরকম ভিড় দেখা যেত সার্কাসের তাঁবুতে, এখন তার সিকি ভাগও মেলে না। আর্থিক ক্ষতির কারণেই ঝাঁপ পড়তে

থাকে একের পর এক সার্কাসে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চরিত্র বদল হল জোকারদের। বিয়েবাড়ি ও জন্মদিনের পার্টিতেও এখন চোখে পড়েন তাঁরা। তবে সার্কাসের জোকারের

সাজে নয়। এক্কেবারে নয়া রূপে। এখনকার শিশুদের পছন্দের কার্টুন ক্যারেক্টারের বেশে।

এ যেন জোকারদের মেকওভার। দিন বদলের সঙ্গে সঙ্গে নিজেদেরও বদলে নিয়েছেন তাঁরা। শুরুটা হয়েছিল চার্লি চ্যাপলিন দিয়ে। এখন রমরমিয়ে চলছে ছোটা ভীম,ডোরেমন।

জোকারদের এই মেকওভার আপডেট হতেই থাকবে। আফটার অল, দ্য শো মাস্ট গো অন...

 

.