অফিসে কখনও তন্দ্রা ভাব আসে? তাহলে কিন্তু সাবধান! (দেখুন ভিডিও)
প্রায় প্রতিটি পুরুষ মানুষকে একটি বিশেষ বয়সের পর চাকরি, ব্যবসা বা কোনও না কোনও ধরনের উপার্জনের পথ বেছে নিতে হয়। কাজের সময়ও এক এক জনের এক এক রকম হয়।
ওয়েব ডেস্ক : প্রায় প্রতিটি পুরুষ মানুষকে একটি বিশেষ বয়সের পর চাকরি, ব্যবসা বা কোনও না কোনও ধরনের উপার্জনের পথ বেছে নিতে হয়। কাজের সময়ও এক এক জনের এক এক রকম হয়।
কিন্তু যারা ছোটো বা বড় অফিসে চাকুরি করেন তাঁদের দিনের কাজের সময়টুকু মোটের ওপর একই রকম হয়। এই যেমন ধরুন যারা কর্রপোরেট অফিসে চাকরি করেন। তাঁদের জীবন প্রণালী মোটের ওপর একই রকম হয়। সকাল বেলা বাস বা ট্রেনের ভির ঠেলে কোনো মতে সময়ে অফিস ঢোকা। কাজের চাপের সঙ্গে নিজেকে মানিয়েও নেওয়া নিত্য দিনের অভ্যাসে পরিণত হয়ে যায়।
তবে, সেই অফিসেই কাজ করতে করতে আপনার কী এই অভ্যাসটি আছে? তাহলেই কিন্তু বিপদ। কারণ যে কোনও মুহূর্তে আপনিকে বোকা বানাতে পারে আপনার অফিসের সহকর্মীরা। মজার এই ভিডিওটি দেখুন আর সাবধান হন...