Durga Puja 2022: নতুন বন্ধু || ছোটগল্প ||

নিবেদিতা সাহা

Updated By: Sep 30, 2022, 05:21 PM IST
Durga Puja 2022: নতুন বন্ধু || ছোটগল্প ||
নতুন বন্ধু
 
নিবেদিতা সাহা
 
অজয় বাবু  রিটায়ার্ড সরকারি মানুষ, সরকারি কোয়ার্টার ছেড়ে ফরিদপুরে একটা বাড়ি কিনেছেন অবসর জীবন কাটাবেন বলে কিন্তু ভাগ্যের পরিহাসে আজ তিন দিন হল তার স্ত্রী ক্যান্সারে মারা গেছেন, ছেলে মেয়েরা যথারীতি শ্রাদ্ধশান্তি কাটিয়ে নিজেদের জায়গায় ফিরে গেছে, স্বাভাবিকভাবেই বাড়ি পুরো ফাঁকা। বিকেল বেলায় বারান্দায় স্ত্রীর ফোটো হাতে চা নিয়ে বসতে যাবেন, এমন সময় দরজায় টোকা পড়ল-
"কে?...
- বলে  দরজা খুলে দেখলেন, একজন টব হাতে দাঁড়িয়ে, টবের মধ্যে ছোট্ট একটা গোলাপের চারা। 
" কী চাই?"
" আমি এই খানে বাড়ি বাড়ি  চারাগাছ সরবরাহ করি আর তার সাথে  সারের ব্যবসা আছে..."
কথা শেষ হওয়ার আগেই, অজয় বাবু চেঁচিয়ে উঠলেন, 
" কতবার বলেছি, এ বাড়ি আসবে না, জানো না বাড়িতে মশার.... 
এবার লোকটি বলে উঠলেন, " আমি জানি , আপনি এসব পছন্দ করেন না তবুও আজকে দিয়ে গেলাম, ভালো না লাগলে বাইরে রেখে দেবেন,কিন্তু সকাল সন্ধ্যে দেখা তো হবে,আমিও একা আর আপনিও, কে বলতে পারে হয়তো , কোনও দিন বন্ধু হয়ে গেলাম। "
- এই বলে ছেলেটি চলে গেল। 
অজয় বাবু মাটিতে রাখা টবটি তুলে নিলেন, মনে মনে বললেন , 
" ছোঁড়াকে কালকেই আসলে বলব সিগারেট খায় কি না?"
শুরু হল এক নতুন সম্পর্ক। 
 
.