ইন্টারন্যাশনাল টাইগার ডে-তে সুদর্শন পট্টনায়েকের বালি দিয়ে তৈরি বাঘটা দেখেছেন?

Updated By: Jul 29, 2017, 04:17 PM IST
ইন্টারন্যাশনাল টাইগার ডে-তে সুদর্শন পট্টনায়েকের বালি দিয়ে তৈরি বাঘটা দেখেছেন?

ওয়েব ডেস্ক: ওড়িশার শিল্পী সুদর্শন পট্টনায়েক বিশেষ দিনগুলোতে সমুদ্রের পাড়ে বালি দিয়ে কী শিল্প গড়বেন, তার জন্য অপেক্ষা করে বসে থাকেন অনেক শিল্পঅনুরাগী মানুষ। ইন্টারন্যাশনাল টাইগার ডে-তে অপূর্ব শিপ্লকলার নিদর্শন রাখলেন তিনি। পদ্মশ্রী পুরস্কারে ভূষিত সুদর্শন পট্টনায়ক সেই শিল্পটি বালির উপর ফুটিয়ে তার ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জ্যাকলিন ফার্নান্ডেজের শরীরচর্চার ছবি

পরিবেশের ভারসাম্য বাজায় রাখতে, গোটা বিশ্বে বাঘের বেঁচে থাকা কতটা দরকার, সেই বার্তাটাই নিজের শিল্পের মাধ্যমে বিশ্ববাসীকে দিতে চেয়েছেন সুদর্শন পট্টনায়েক। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বাঘের ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। এবার আপনিও দেখে নিন সুদর্শনের হাতে গড়া সেই শিল্পটি।

আরও পড়ুন কেরিয়ার প্রসঙ্গে বিস্ফোরক শিল্পা শেঠ্ঠি! জানেন কী বললেন?

.