Cheque Bounce Rule: চেক বাউন্স সংক্রান্ত নতুন নিয়ম আনছে সরকার, হতে পারে বড় পরিবর্তন

যদি অর্থ মন্ত্রক এই পরামর্শগুলি বাস্তবায়িত করে, তাহলে গ্রাহক চেকের টাকা দিতে বাধ্য হবেন। এতে আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। এটি ব্যবসা করার ক্ষেত্রওকে আরও সহজ করবে এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকলেও চেক ইস্যু করার অভ্যাস বন্ধ হবে।

Updated By: Oct 10, 2022, 08:35 AM IST
Cheque Bounce Rule: চেক বাউন্স সংক্রান্ত নতুন নিয়ম আনছে সরকার, হতে পারে বড় পরিবর্তন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরোচেক বাউন্সের ঘটনাকে কার্যকরভাবে মোকাবিলা করতে, কেন্দ্রীয় সরকার খুব তারাতারি একটি নতুন নিয়ম আনতে পারে বলে মনে করা হচ্ছে। এর জন্য অনেকগুলি পরামর্শ পাওয়া গিয়েছে। শিল্প সংস্থা পিএইচডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্প্রতি অর্থ মন্ত্রককে চেক বাউন্সের ক্ষেত্রে কিছু দিনের জন্য ব্যাঙ্ক থেকে অর্থ তলার ক্ষেত্রে বাধ্যতামূলক স্থগিতাদেশ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়ার বিষয়ে অনুরোধ করে। এতে চেক প্রদানকারীদের কাছে জবাবদিহি চাওয়া যায়।

অর্থ মন্ত্রক নতুন নিয়ম কার্যকর করলে চেক প্রদানকারীর অন্য অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। এর পাশাপাশি নতুন অ্যাকাউন্ট খোলাও নিষিদ্ধ হতে পারে। এই ধরনের বেশ কিছু পদক্ষেপের কথা ভাবছে অর্থ মন্ত্রক। চেক বাউন্সের ক্রমবর্ধমান ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে, মন্ত্রক সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল। সেখানেই এমন অনেক পরামর্শ পাওয়া গিয়েছে।

আসলে, চেক বাউন্সের ঘটনা আইনি ব্যবস্থার উপর বোঝা বাড়ায়। তাই এমন কিছু পরামর্শ দেওয়া হয়েছে, যাতে আইনি প্রক্রিয়ার আগে কিছু পদক্ষেপ নেওয়া হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে চেক প্রদানকারীর অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত টাকা না থাকে, তাহলে তার অন্য অ্যাকাউন্ট থেকে সেই পরিমাণ টাকা কেটে নেওয়া।

সূত্র মারফত জানা গিয়েছে যে অন্যান্য পরামর্শগুলির মধ্যে রয়েছে চেক বাউন্সের ক্ষেত্রে গ্রাহককে ঋণ খেলাপি হিসাবে বিবেচনা করা এবং ক্রেডিট তথ্য সংস্থাগুলিকে রিপোর্ট করা। এর পরে চেক প্রদানকারীর ক্রেডিট স্কোর কম করা যেতে পারে। এই সব পরামর্শ গ্রহণের আগে আইনি মতামত নেওয়া হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

আরও পড়ুন: Kojagori Laxmi Puja 2022: ঘর থেকে দু'পা ফেললেই বাংলার একমাত্র লক্ষ্মীগ্রাম! গিয়েছেন কখনও?

যদি অর্থ মন্ত্রক এই পরামর্শগুলি বাস্তবায়িত করে, তাহলে গ্রাহক চেকের টাকা দিতে বাধ্য হবেন। এতে আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। এটি ব্যবসা করার ক্ষেত্রওকে আরও সহজ করবে এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকলেও চেক ইস্যু করার অভ্যাস বন্ধ হবে।

যে গ্রাহক চেক ইস্যু করছেন তাঁর অন্য অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে সমপরিমাণ টাকা কেটে নেওয়ার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এবং অন্যান্য পরামর্শগুলি অনুসরণ করতে হবে। চেক বাউন্সের একটি মামলা আদালতে দায়ের করা যেতে পারে এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। এক্ষেত্রে জরিমানা হিসেবে চেকের অর্থের পরিমাণের দ্বিগুণ অথবা দুই বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয়ই হতে পারে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.