দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠবে!

স্টার্টআপ। একক বা দলগত প্রচেষ্টায় স্বল্প পরিসরে শুরু করা ব্যবসা। একদম নতুন ধরনের ভাবনা নিয়ে নতুন কিছু করার উদ্যোগ। ফ্লিপকার্ট, পেটিএম এসবই হল বিভিন্ন স্টার্টআপের উদাহরণ। এক্ষেত্রে মুনাফার পরিমাণ বড় বড় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মত অত বড় অঙ্কের না হলেও,  দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠতে বাধ্য!

Updated By: May 10, 2017, 03:50 PM IST
দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠবে!

ওয়েব ডেস্ক : স্টার্টআপ। একক বা দলগত প্রচেষ্টায় স্বল্প পরিসরে শুরু করা ব্যবসা। একদম নতুন ধরনের ভাবনা নিয়ে নতুন কিছু করার উদ্যোগ। ফ্লিপকার্ট, পেটিএম এসবই হল বিভিন্ন স্টার্টআপের উদাহরণ। এক্ষেত্রে মুনাফার পরিমাণ বড় বড় প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোর মত অত বড় অঙ্কের না হলেও,  দেশের টপ স্টার্টআপ কর্তাদের আয় জানলে চোখ কপালে উঠতে বাধ্য!

পেটিএম-এর CEO বিজয় শেখর শর্মা বার্ষিক বেতন পান ৩.১ কোটি টাকা। কুইকারের প্রণয় চুলেটের বার্ষিক পে প্যাকেজ ২.২৮ কোটি টাকা। মু সিগমার ধীরাজ রাজারাম পান বছরে ১.৯ কোটি টাকা। হাইকের কেভিন ভারতী মিত্তলের আবার বছরে প্যাকেজ ১.৪৬ কোটি। আরবান ল্যাডারের আশিস গোয়েলের প্যাকেজ অবশ্য একটু কম। বছরে ৭৫ লাখ টাকা। শপক্লুজ-এর CEO সঞ্জয় শেঠির বার্ষিক বেতনের পরিমাণ দেখতে গেলে এদের সবার মধ্যে সবচেয়ে কম। বছরে 'মাত্র' ৬৭ লাখ টাকা।

আরও পড়ুন, আঠারোতেই আইনস্টাইন, হকিংকে হারিয়ে দিল এই ভারতীয় কিশোরী!

.