একা কিং কোবরা বনাম পাঁচটা কুকুরের লড়াই, দেখুন কে জেতে

ছোট্ট ভিডিও। মানে স্বল্প সময়ের। দেখতে হবে বড়জোর ২৫ সেকেণ্ড! কিন্তু একবার দেখে মন ভরবে না। আবার দেখতে ইচ্ছে করবে। একটা কিং কোবরা বনাম পাঁচটা কুকুরের লড়াই। কিং কোবরাকে ভয় পায় না কে? কিন্তু এই ভিডিওতে দেখুন একতা কাকে বলে। অথবা একতার কত শক্তি হয়। সাপের ফণা তো একটাই। কিন্তু প্রতিপক্ষ পাঁচ-পাঁচটা কুকুর। তাই রীতিমতো কামড়া-কামড়ি চলল কোবরাকে নিয়ে। এমন লড়াই হুড়মুড়িয়ে দেখছে গোটা বিশ্বের মানুষ। আপনিও আর খামোখা দেরি করবেন কেন? এক্ষুনি দেখে নিন ভিডিওটি। বেশ মজা পাবেন।

Updated By: Jan 28, 2016, 07:08 PM IST
 একা কিং কোবরা বনাম পাঁচটা কুকুরের লড়াই, দেখুন কে জেতে

ওয়েব ডেস্ক: ছোট্ট ভিডিও। মানে স্বল্প সময়ের। দেখতে হবে বড়জোর ২৫ সেকেণ্ড! কিন্তু একবার দেখে মন ভরবে না। আবার দেখতে ইচ্ছে করবে। একটা কিং কোবরা বনাম পাঁচটা কুকুরের লড়াই। কিং কোবরাকে ভয় পায় না কে? কিন্তু এই ভিডিওতে দেখুন একতা কাকে বলে। অথবা একতার কত শক্তি হয়। সাপের ফণা তো একটাই। কিন্তু প্রতিপক্ষ পাঁচ-পাঁচটা কুকুর। তাই রীতিমতো কামড়া-কামড়ি চলল কোবরাকে নিয়ে। এমন লড়াই হুড়মুড়িয়ে দেখছে গোটা বিশ্বের মানুষ। আপনিও আর খামোখা দেরি করবেন কেন? এক্ষুনি দেখে নিন ভিডিওটি। বেশ মজা পাবেন।

 

.