ইউরোপে পাবলিক টয়েলেটে জ্বলে নীল আলো, কেন জানেন

সুইজারল্যান্ডে পাবলিক টয়েলেটে নীল আলোর ব্যবহার করা হয়। প্রথমে অনেকেই এর যুক্ত খুঁজে পাননি। কিন্তু যখন কারণটা সবাই বুঝতে পারল এবং ফলাফলের বিষয়টাও সামনাসামনি এল তখন অনেক দেশেই পাবলিক টয়লেট ও রেস্টরুমে লাগানো হল নীল আলো।

Updated By: Oct 20, 2016, 12:12 PM IST
ইউরোপে পাবলিক টয়েলেটে জ্বলে নীল আলো, কেন জানেন

ওয়েব ডেস্ক: সুইজারল্যান্ডে পাবলিক টয়েলেটে নীল আলোর ব্যবহার করা হয়। প্রথমে অনেকেই এর যুক্ত খুঁজে পাননি। কিন্তু যখন কারণটা সবাই বুঝতে পারল এবং ফলাফলের বিষয়টাও সামনাসামনি এল তখন অনেক দেশেই পাবলিক টয়লেট ও রেস্টরুমে লাগানো হল নীল আলো।

আরও পড়ুন- দুনিয়ার সবচেয়ে ঝাল লঙ্কা খেয়ে ফুটো হয়ে গেল খাদ্যনালী, এক মাস হাসপাতালে

সুইজারল্যান্ড হল ট্যুরিস্টদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন সুইজারল্যান্ডে। সুইস সরকারের কাছে চিন্তার কথা হয়ে দাঁড়ান ড্রাগ ব্যবহারকারীরা। দেখা গিয়েছে ড্রাগ ব্যবহারকারীরা পাবলিক টয়লেট বা রেস্টরুমকেই বেছে নেন ড্রাগ ব্যবহারের জন্য। পাবলিক টয়েলেটে তাই হাল্কা নীল আলো লাগাল সুইস প্রশাসন। ক মাস পরে দেখা গেল পাবলিক টয়লেট বা রেস্টরুমে ড্রাগ ব্যবহার একবারে কমে গেল।

আরও পড়ুন- চিনা বাজির বিরুদ্ধে প্রচার সোশ্যাল মিডিয়ায়

কারণ অন্য যে কোনও আলোর থেকে নীল আলোয়  শিরা দেখতে কষ্ট হয়। ইনজেকশনের মাধ্যমে ড্রাগস নিতে হলে শিরা দেখাটা বাধ্যতামূলক। তাই বাধ্য হয়েই ড্রাগ ব্যবহারকারীরা আর পাবলিক টয়লটে নেশা করা থেকে বিরত থাকলেন ।  তা ছাড়া পাবলিক রেস্টরুমে নীল আলো জ্বালিয়ে নাইটক্লাবের মত লুক আনার চেষ্টা করা হয়।

আর তাই ইউরোপের বিভিন্ন দেশের পর বিশ্বজুড়ে পাবলিক টয়েলেটে নীল আলো লাগানো শুরু হয়েছে ।

.