এদেশেও চলে এল, বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার অ্যাপ!

পকেট থেকে কিছু কড়ি খসালেই এবার মিলতে পারে বয়ফ্রেন্ড।

Updated By: Aug 26, 2018, 09:22 AM IST
এদেশেও চলে এল, বয়ফ্রেন্ড ভাড়া নেওয়ার অ্যাপ!

নিজস্ব প্রতিনিধি : বান্ধবী ভাড়া নিন...। এদেশে এমন কথা কেউ বললে কেলঙ্কারি হতে পারে। কিন্তু চিন বা জাপানে এমন বিজ্ঞাপন মানে কোনও ব্যাপারই নয়। মাঝে মধ্যেই মোবাইলে নোটিফিকেশন ভেসে উঠতে পারে, বান্ধবী ভাড়া নিন।

মনের মতো মানুষ খুঁজে পাচ্ছেন না। সময় বয়ে যাচ্ছে। দুশ্চিন্তা বাড়ছে। ভাবছেন, আদৌ মনের মানুষকে খুঁজে পাবেন তো? নাকি একাই কাটিয়ে ফেলতে হবে জীবনটা! অফ ডে-তে একাই ঘুরছেন শপিং মলে। সিনেমা দেখছেন। তাও একা। বোরডম আসছে। নিজেকে 'এই বেশ ভাল আছি বলে' আশ্বাস দিচ্ছেন। তবে মনের কোনও একটা কোনায় ধিক ধিক করে বাজছে, একজন সঙ্গী পেলে মন্দ হত না! বন্ধু আছে অনেক। তবে কাছের মানুষ নেই। সোজা কথায়, আপনার কোনও বয়ফ্রেন্ড নেই।

আরও পড়ুন-  জেনে নিন ভেজাল দুধ চেনার ৫টি অব্যর্থ উপায়!
 

দুশ্চিন্তার দিন শেষ। পকেট থেকে কিছু কড়ি খসালেই এবার মিলতে পারে বয়ফ্রেন্ড। যাঁকে নিয়ে অফ ডে বা হলি ডে-তে ঘুরতে পারেন যেখানে খুশি। এমনকী শপিং করতে গিয়ে তাঁর হাতে গচিয়ে দিতে পারেন ব্যাগ। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে বয়ফ্রেন্ড ভাড়া নিতে হবে। বয়ফ্রেন্ড নেই বলে মন খারাপ করে বসে থাকার দিন শেষ। ডিপ্রেশন, ফার্স্টেশন, সব কিছু কাটিয়ে ফেলতে পারেন এক ঝটকায়। চিন বা জাপানের পর এবার এদেশেও বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যেতে পারে অ্যাপ থেকে। মুম্বই ও পুণেতে ইতিমধ্যে লঞ্চ করেছে সেই অ্যাপ- রেন্ট আ বয়ফ্রেন্ড। এমন অভিনব অ্যাপ-এর উদ্ভাবক ২৯ বছর বয়সী কৌশল প্রকাশ। তাঁর বক্তব্য, ''একটা সময় আমি নিজেও গার্লফ্রেন্ড জোগাড় করতে না পেরে হতাশায় ভুগেছি। এদেশে বান্ধবী ভাড়া নিন- বললে লোকে শুরুর দিকে ভালভালে ব্যাপারটাকে নাও নিতে পারে! তাই আপাতত রেন্ট আ বয়ফ্রেন্ড দিয়েই শুরু করলাম।'' 

আরও পড়ুন-  প্লাস্টিকের কাপে চা খান? ...সর্বনাশ!

২২ থেক ২৫ বছরের এ গ্রেডেড মডেল। এমন বয়ফ্রেন্ড পেতে প্রতি ঘন্টায় ভাড়া দিতে হবে দুই থেকে তিন হাজার টাকা। আম আদমিও ভাড়া পাওয়া যাবে বয়ফ্রেন্ড হিসাবে। ঘন্টায় দিতে হবে মাত্র ৩০০ থেকে ৪০০ টাকা। কৌশল বলছেন, ''এখানে কোনও বুজরুকি নেই। ঠকবার কোনও জায়গা নেই। আর হ্যাঁ, এখানে কিন্তু যৌনতার কোনও প্রশ্ন নেই। এটা কোনও সস্তার বাজারচলতি বন্ধুত্বের ঠিকানা নয়। এখানে আপনি বয়ফ্রেন্ড ভাড়া করলেন মানে একজন ভাল বন্ধু পাবেন। আমরা প্রতিটা ছেলেকে রীতিমতো ইন্টারভিউ নিয়ে রিক্রুট করেছি। আপনার বয়ফ্রেন্ড আপনাকে মানসিক দিক থেকে সাপোর্ট দেবে। আপনি কোনও সমস্যায় থাকলে তার থেকে পরামর্শ নিতে পারবেন। মাত্র ক'টা টাকা খরচ করে আপনি শুধু একজন বয়ফ্রেন্ড পাবেন না, পাবেন একজন পরামর্শদাতাও। আমার মনে হয়, আমাদের এই অ্যাপ যে কোনও মেয়েকে হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করবে।''

.