ভূমিকম্পের ফলে জল সোনায় রূপান্তিরত হয়, দাবি অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের

ভূমিকম্প। না এই মুহূর্তে হয়নি। তবে ভোরের ভূমিকম্পের আফটার শকড এখনই অনুভব করবেন এই খবর শুনে। ভূমিকম্পের ফলে জল নাকি সোনায় পরিণত হয়, এমনই মত অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের।

Updated By: Jan 4, 2016, 04:28 PM IST
ভূমিকম্পের ফলে জল সোনায় রূপান্তিরত হয়, দাবি অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের

ওয়েব ডেস্ক: ভূমিকম্প। না এই মুহূর্তে হয়নি। তবে ভোরের ভূমিকম্পের আফটার শকড এখনই অনুভব করবেন এই খবর শুনে। ভূমিকম্পের ফলে জল নাকি সোনায় পরিণত হয়, এমনই মত অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞদের।

সোনা তৈরি রহস্যের উদঘাটন করতে গিয়ে বিশেষজ্ঞরা দেখেছেন, ভূমিকম্পের তীব্র কম্পণে ভাঙা পাথরে মধ্যে তরল ধাতু চাপে ও তাপে সোনায় রূপান্তিরত হয়। নেচার জিওসায়েন্সে তাঁদের রিপোর্ট প্রকাশ হয়। সেখানে দেখানো হয় কীভাবে তরল পদার্থ কঠিন ধাতুতে পরিণত হয়েছে। তাঁরা আরও দাবি করেছেন, পৃথিবীর মোট সোনার ৮০ শতাংশ ভূমিকম্পের ফলে তৈরি হয়েছে। তিন বিলিয়ন বছর আগে ভূমিকম্পে অনেক নদীর জল পর্বত তৈরির সময় প্রবল চাপে ধাতুতে রূপান্তিরত হয়।

.