সিংহ রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার

২২ জুলাই-২৩ অগাস্ট

Updated By: Dec 26, 2014, 05:27 PM IST
সিংহ রাশির কেমন যাবে ২০১৫? জানাচ্ছেন জ্যোতিষ সন্দীপ কোচার
Pic courtesy: Thinkstock Photos

সিংহ রাশি: ২২ জুলাই-২৩ অগাস্ট

সিংহ রাশির জাতকরা এই বছরে মিশ্র ফল পাবেন। কর্কট রাশির ঘরে বৃহস্পতি প্রবেশ করছে। দ্বাদশ ঘরে বৃবস্পতির কারণে মামলা মোকদ্দমা, ঋণশোধ জাতীয় বিষয়ে সুফল পাবেন। তবে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকায়া স্বাস্থ্য ভাল থাকবে।

চতুর্থ ঘরে শনি থাকায় নতুন বাড়ি, গাড়ি কেনায় বাধা আসতে পারে। এইসময় ধৈর্য্য ধরা খুব প্রয়োজন। পরিবারের লোকেদের অদ্ভুত ব্যবহারে মন খারাপ করবেন না। বছরের দ্বিতীয় ভাগে সমস্যার সমাধান হবে। ঝামেলা এড়াতে মাথা ঠান্ডা রাখুন। কাজের প্রতি একনিষ্ঠ থাকুন, পরিশ্রমে সাফল্য আসবে। বছরের দ্বিতীয়ভাগে বৃহস্পতি সিংহ রাশির ঘরে প্রবেশ করায় আত্মবিশ্বাস বাড়বে, কাজের যোগ্য সম্মান পাবেন, নতুন কাজও শুরু করতে পারেন।

রাহু দ্বিতীয় রাশির ঘরে প্রবেশ করায় আয় বাড়বে। বিলাসব্যসনের দিকে আপনার ঝোঁক বাড়বে। পারিবারিক জীবনে কিছু বদল আসবে। শুক্রের প্রভাবে নতুন প্রণয়ের সম্পর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। বছরের শেষভাগে বুধের প্রভাব ব্যহত হওয়ায় কিছু নির্বুদ্ধিতার কাজ করবেন। পরিকল্পনা মাফিক কাজ করুন।

 

.