আজ সরস্বতী পুজো, শীতের হাল্কা আমেজে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি

শীতের হাল্কা আমেজ গায়ে মেখে বাগদেবীর আরাধনায় মেতেছে সমগ্র বাঙালি কূল।

Updated By: Jan 22, 2018, 09:49 AM IST
আজ সরস্বতী পুজো, শীতের হাল্কা আমেজে বাগদেবীর আরাধনায় মেতেছে বাঙালি

নিজস্ব প্রতিবেদন: মহামাঘের শুক্লাপঞ্চমী। আজ সরস্বতী পুজো । শীতের হাল্কা আমেজ গায়ে মেখে বাগদেবীর আরাধনায় মেতেছে সমগ্র বাঙালি কূল। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা । তাই স্বাভাবিকভাবেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভক্তি একটু বেশি। এরই পাশাপাশি শিল্পের জগতের সঙ্গে যুক্ত অনেক সেলিব্রিটিও সুরের দেবীর আরাধনা করছেন। এখানেই শেষ নয়, সরস্বতী বন্দনা রাজনৈতিক মহলেও।

আরও পড়ুন : উত্তুরে হাওয়ায় জতুগৃহ দমদমের গোরাবাজার, সাত ঘণ্টার চেষ্টাতেও বাগে আসছে না আগুন

তাছাড়া, সরস্বতী পুজো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন ডে । সমগ্র বাঙালি কূল এই দিনটাকেই প্রেমের দিন হিসেবে পালন করে থাকে। তাই এইদিন স্কুল-কলেজে অন্য ধরণের এক উন্মাদনাও চোখে পড়ছে।

আরও পড়ুন : কোন সাজ-পোশাকে অফিস গেলে সকলের নজর কাড়তে পারবেন পুরুষরা, জেনে নিন

.