দেখে নিন সুদর্শন পট্টনায়েক শিবঠাকুরের কী মুর্তি বানালেন

Updated By: Jul 17, 2017, 11:31 AM IST
দেখে নিন সুদর্শন পট্টনায়েক শিবঠাকুরের কী মুর্তি বানালেন

ওয়েব ডেস্ক: হিন্দু ধর্মের রীতি অনুযায়ী উত্তর ভারতে শুরু হয়ে গিয়েছে শ্রাবন মাস। দক্ষিণ ভারতে শ্রাবন মাস শুরু হবে আগামী ২৩ জুলাই। আর হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবন মাস মানেই শিবঠাকুরের মাস। গোটা মাসটাই ভগবান শিবের জন্য উত্সর্গীকৃত। সারা মাস জুড়েই রয়েছে, শিবঠাকুরকে তুষ্ট করার জন্য নানা আচার-উপাচার। আজই তো সোমবার। পুরির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়েক মাঝে মাঝেই বিশেষ বিশেষ দিনে, সেই দিনের সঙ্গে প্রাসঙ্গিক কিছুকে ফুটিয়ে তুলতে বালির মুর্তি তৈরি করেন।

আরও পড়ুন কসমোপলিটন ম্যাগাজিনের প্রচ্ছদে বাণী কাপুরের ছবিটা দেখেছেন?

সোমবার শিবঠাকুরকেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তৈরি করেছেন দুর্দান্ত বালির মুর্তি। আর সেই ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শিবঠাকুরের এই মুর্তি দেখে সকলেই প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন শিল্পীকে। এবার আপনিও দেখে নিন সুদর্শন পট্টনায়েকের হাতে তৈরি করা শিবঠাকুরের মুর্তি।

আরও পড়ুন  জন্মদিনে ক্যাটরিনা কাইফ সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিন

.