বাড়ি বসে স্মার্টফোনে টেস্টই বলে দেবে স্পার্ম কাউন্ট কত?

কোনও পুরুষ, তিনি আদৌ বন্ধ্যাত্বে ভুগছেন কি না? তাঁর স্পার্ম কাউন্ট কত? তা জানার জন্য এখন আর কোনও ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই। ডাক্তার, নার্সের সামনে অস্বস্তিতেও পড়তে হবে না। বাড়িতে বসে স্মার্টফোনে একটা টেস্টই বলে দেবে আপনার স্পার্ম কাউন্ট কত?

Updated By: Jan 20, 2017, 08:05 PM IST
বাড়ি বসে স্মার্টফোনে টেস্টই বলে দেবে স্পার্ম কাউন্ট কত?

ওয়েব ডেস্ক : কোনও পুরুষ, তিনি আদৌ বন্ধ্যাত্বে ভুগছেন কি না? তাঁর স্পার্ম কাউন্ট কত? তা জানার জন্য এখন আর কোনও ল্যাবরেটরিতে যাওয়ার দরকার নেই। ডাক্তার, নার্সের সামনে অস্বস্তিতেও পড়তে হবে না। বাড়িতে বসে স্মার্টফোনে একটা টেস্টই বলে দেবে আপনার স্পার্ম কাউন্ট কত?

একটি মার্কিন প্রযুক্তি কোম্পানি তৈরি করেছে 'ইও স্পার্ম টেস্ট'। স্মার্টফোন নির্ভর হোম কিট। অ্যাপ ভিত্তিক এই কিটটি কেমন? অ্যাপটির সঙ্গে যুক্ত মাইক্রোস্কোপ আসলে ফোনের ক্যামেরা ও ফ্ল্যাশের সঙ্গে যুক্ত। এই মাইক্রোস্কোপের মাধ্যমেই কাউন্ট রেজাল্ট দেখাবে অ্যাপ। কোম্পানি কর্তৃপক্ষের দাবি, রেজাল্ট হবে ৯৭ শতাংশ সঠিক। নমুনা সংগ্রহের ১০ মিনিটের মধ্যেই পাওয়া যাবে উত্তর।

আরও পড়ুন, সম্বন্ধ করে বিয়েতে মেয়েদের মাথায় এই প্রশ্নগুলো ঘুরপাক খাবেই!

.