অস্ট্রেলিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এই বলিউড অভিনেত্রী

Updated By: Sep 8, 2017, 11:59 AM IST
অস্ট্রেলিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এই বলিউড অভিনেত্রী
ছবি সৌজন্যে: ট্যুরিজম অস্ট্রেলিয়া

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন এক বলিউড নায়িকা। তিনিই প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর, যিনি ‘ফ্রেন্ডস অফ অস্ট্রেলিয়া’-র অ্যাডভোকেসি প্যানেলের সঙ্গে যুক্ত হলেন। যানেন কে তিনি? কার, মুকুটে নতুন পালক জুড়লো?

আপনি কি জানেন, 'ওম শান্তি ওম'-র জন্য দীপিকার নাম প্রস্তাব করেছিলেন কে?

অস্ট্রেলিয়া পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে নতুন পালক জুড়লো বলিউড নায়িকা পরিনীতি চোপড়ার মুকুটে। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য তিনি যোগসূত্র হিসেবে কাজ করবেন।

প্রসঙ্গত, খুব শীঘ্রই পরিনীতি চোপড়াকে রোহিত শেঠ্ঠির ‘গোলমাল এগেইন’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন অজয় দেবগন।

 

 

Such an honour!!! Will work towards strengthening ties between India and Australia!!! #Ambassador #FriendOfAustralia

A post shared by Parineeti Chopra (@parineetichopra) on

.