কীভাবে দীর্ঘদিন তাজা রাখবেন কলাকে? দেখুন ভিডিও

কলা। সারাবছরের ফল। শীত-গ্রীষ্ম-বর্ষা, আপনি যখনই বাজারে যান, এর দেখা মিলবেই। আর কলা খেতে ভালোবাসে না, এরকম লোক খুব কমই আছে। আট থেকে আশি, কলা ভালোবাসেন সবাই-ই। ব্রেকফাস্ট থেকে ডিনার, দিনে কোনও না কোনও সময় কলা খান আপনি।

Updated By: Feb 22, 2016, 12:50 PM IST
কীভাবে দীর্ঘদিন তাজা রাখবেন কলাকে? দেখুন ভিডিও

ওয়েব ডেস্ক : কলা। সারাবছরের ফল। শীত-গ্রীষ্ম-বর্ষা, আপনি যখনই বাজারে যান, এর দেখা মিলবেই। আর কলা খেতে ভালোবাসে না, এরকম লোক খুব কমই আছে। আট থেকে আশি, কলা ভালোবাসেন সবাই-ই। ব্রেকফাস্ট থেকে ডিনার, দিনে কোনও না কোনও সময় কলা খান আপনি।

এখন এই কলাকে নিয়েই যত বিড়ম্বনা। বাজার থেকে কিনে আনার পর কোনওমতে দুদিন গেল কি না গেল, কলার কাদি পেকে-পচে ঘরময় দুর্গন্ধ। কিন্তু খুব সহজ উপায়ে আপনি আটকাতে পারেন কলার এই পেকে নষ্ট হয়ে যাওয়া।

আগেই বলেছি কলা কখনও ফ্রিজে রাখবেন না। এখন বাইরে ঘরের উষ্ণতাতেই কলা যাতে দীর্ঘদিন ভালো থাকে, সেইজন্য কী করবেন তা দেখুন ভিডিওতে ক্লিক করে-

.