বাস্তুশাস্ত্র মতে ঘরের কোথায় কোন জিনিস রাখবেন, জেনে নিন

কোন জিনিস কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে বা কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের ধারেকাছেও রাখা উচিত নয়, তা জেনে রাখা দরকার।

Updated By: Oct 12, 2018, 06:08 AM IST
বাস্তুশাস্ত্র মতে ঘরের কোথায় কোন জিনিস রাখবেন, জেনে নিন

বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের নির্ভরতা দিনের পর দিন বেড়ে চলেছে। কারণ, মানুষ ধীরে ধীরে বাস্তুশাস্ত্রের কার্যকারীতা ও বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অবগত হচ্ছেন। আমাদের জীবন নানা সমস্যায় ভরা। যেমন, গ্রহ শুভ ও অশুভ প্রভাব বিস্তার করে, তেমনই অশুভ বাস্তুর প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় গ্রহ দোষ না থাকলেও জীবনে বাধা বিপত্তি আসছে, তখন বুঝতে হবে বাস গৃহে বা কর্মক্ষেত্রে বাস্তু দোষ আছে। আমাদের নিজেদের অজান্তেই আমরা বাস্তু দোষের কারণ তৈরি করে ফেলি। আসবাবপত্র, বিভিন্ন মুখোশ, ছবি, মূর্তি ইত্যাদি অনেক কিছুর দ্বারাই বাস্তু দোষ সৃষ্টি হতে পারে। তাই কোন জিনিস কোন জায়গায় রাখলে শুভ বা অশুভ ফল প্রদান করতে পারে বা কোন জিনিস গৃহে বা কর্মক্ষেত্রের ধারেকাছেও রাখা উচিত নয়, তা জেনে রাখা দরকার। আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

১) বাড়িতে কোনও বিবাহ যোগ্য কন্যা থাকলে তার ঘরের দরজার বাইরের দিকে পিওনি ফুলের ছবি লাগান। ভাল ফল পাবেন।

২) বাড়ির সদস্যদের সম্পর্কের উন্নতি করতে গোলাপি বা হলুদ রঙের কৃত্রিম ফুল দক্ষিণ-পশ্চিম কোণে রাখতে পারেন।

৩) বিদ্যার্থীদের পড়ার ঘরের উত্তর-পূর্ব কোণে চারটি স্ফটিক বল ঝুলিয়ে রাখা খুব শুভ ফলপ্রদ।

৪) দক্ষিণ-পূর্ব দিক সম্পদের দিক। ওই দিকে কমলালেবু গাছের ছবি বা শো-পিস রাখলে সেটা সৌভাগ্যের প্রতীক হয়।

৫) বাড়ির দক্ষিণ দিকে লাল রঙের কোনও ছবি বা লাল রঙের কোনও মূর্তি রাখুন। শুভ ফল পাবেন।

৬) নিজের অফিস থাকলে, সেখানে নিজের ছবি রাখা হলে, তাতে যশ ও মান বৃদ্ধি হয়।

৭) দক্ষিণ দেওয়ালে লাল সুতো দিয়ে ফিনিক্স পাখি ঝুলিয়ে রাখলে গৃহে শান্তি ফিরে আসে।

৮) বাড়িতে কোনও হিংসাত্মক ছবি বা কোনও যুদ্ধের ছবি রাখা উচিত নয়। তাতে বাড়ির সদস্যদের মনে হিংসা ভাব সৃষ্টি হয়।

৯) কোনও অস্বাভাবিক চেহারার মুখোশ বাড়িতে রাখা ঠিক নয়।

১০) বাড়িতে কোনও গলা কাটা বা কোনও শিকারের ছবি একদম রাখা উচিত নয়।

.