ক্রিসমাসে কেন দেবদারু গাছই বাড়িতে নিয়ে আসা হয়?

Updated By: Dec 26, 2016, 09:29 PM IST
ক্রিসমাসে কেন দেবদারু গাছই বাড়িতে নিয়ে আসা হয়?

ওয়েব ডেস্ক: বড়দিনের বড় সেলিব্রেশনে সান্টা টুপি, কেক, লাল-নীল টুনিতে আলোর রোশনাই তো থাকবেই সঙ্গে অবশ্যই থাকবে ক্রিসমাস ট্রি। এটাই মিথ। যিশুর জন্মদিনের সেলিব্রেশনে সিম্বল কিন্তু ক্রিসমাস ট্রি অর্থাৎ দেবদারু গাছ। পশ্চিমী দেশগুলো তো বটেই ইদানীং সময়ে গোটা পৃথিবীই ক্রিসমাসের বিকেলে নিজেকে একবারের জন্য হলেও ক্রিসমাস ট্রি'র কাছে এনে হাজির করে। তারপর তো সেলফি আছেই। বছর শেষের সেলফি কিংবা সেলিব্রেশন অথবা যিশু পুজোই হোক দেবদারু গাছের সঙ্গে একটা একাত্মতা আছেই পৃথিবীর। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন দেবদারু গাছকেই বেছে নেওয়া হল বড়দিনের সেলিব্রেশনের জন্য? কোনও ধর্মীয় রীতি নাকি কেবলই অভ্যাসগত ঐতিহ্য? 

 

ক্রিসমাস ট্রি অর্থাৎ দেবদারু গাছ দিয়ে ঘর সাজানোর ঐতিহ্য প্রথম শুরু হয় ব্রিটেনে। সাল ১৫১০ থেকে লাটভিয়ায় শুরু হয় ক্রিসমাস ট্রি'র বিক্রি। এরপর থেকেই আসতে আসতে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়ে দেবদারু গাছের 'মহিমা'। ক্রিসমাস আর বছর শেষের সেলিব্রেশনে ইংরেজ সাহেব থেকে বাঙালি বাবু দেবদারু গাছ সবার পছন্দের। কী কারণে এই গাছকেই বেছে নেওয়া হল সে বিষয়ে কোনও সঠিক তথ্য এখনও না পাওয়া গেলেও এই তথ্যটা অনেকেরই জানা, অনেক দেশই আছে যেখানে ক্রিসমাস সেলিব্রেশনের ক্রিসমাস ট্রি পুড়িয়ে ফেলার রীতি প্রচলিত রয়েছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীর মানুষ এই ক্রিসমাস ট্রি'কে শুভ মনে করেন। আরও পড়ুন- কেন পুরানো কাগজ হলুদ হয়ে যায়?

.