২০২৫ বাস্তবে আপনার কোনও বন্ধু থাকবে না

ফেসবুক করতে করতে ভরসা করে আমাদের হাতে আপনার হাতখানি রাখুন। ঘড়ির কাঁটাকে দ্রুত ঘুরিয়ে আপনাকে নিয়ে যাব ২০২৫ তে। তখন মানুষের সামাজিক জীবনযাত্রা কেমন হবে? স্যোশাল মিডিয়া কতখানি দখল করবে আমাদের ভাবনা-চিন্তায়, তারই কিছু ছবি ভবিষ্যত ক্যানভাসে তুলে ধরব আমরা।

Updated By: Jan 5, 2016, 04:14 PM IST
 ২০২৫ বাস্তবে আপনার কোনও বন্ধু থাকবে না

ওয়েব ডেস্ক: ফেসবুক করতে করতে ভরসা করে আমাদের হাতে আপনার হাতখানি রাখুন। ঘড়ির কাঁটাকে দ্রুত ঘুরিয়ে আপনাকে নিয়ে যাব ২০২৫ তে। তখন মানুষের সামাজিক জীবনযাত্রা কেমন হবে? স্যোশাল মিডিয়া কতখানি দখল করবে আমাদের ভাবনা-চিন্তায়, তারই কিছু ছবি ভবিষ্যত ক্যানভাসে তুলে ধরব আমরা।

বিতর্ক থাকতে পারে। আপনি সহমত নাও হতে পারেন। যুক্তি দিয়ে জাল ছিঁড়ে বেরনোর চেষ্টা করতে পারেন। শত চেষ্টা করেও দেখবেন আপনি চক্রব্যূহে পড়ে রয়েছেন। কেননা, স্মার্টফোনে বুঁদ হয়ে আজ যেভাবে আমরা পথ চলা শুরু করেছি, ভবিষ্যতে এই পথ আরও প্রশস্ত হবে। সেই পথে হাতে স্মার্টফোন নিয়ে একলা চলবেন আর থাকবে কিছু ভারচুয়াল বন্ধু। যাঁরা আপনার পাশে থেকেও নেই। সুখে, দুঃখে দু-একখান লাইক, রিপ, শেয়ার। এইভাবে সত্যিই কি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য হতে পারে? নিচের ছবিগুলো দেখার পর একবার নিজেকে প্রশ্ন করে দেখুন না!

 

** সেদিন এইভাবে পথ চলব, চোখ তখন অ্যাপেন্ডিক্স, ফেসবুক দেখা ছাড়া আর কোনও কাজ থাকবে না।

 

** গার্লফ্রেন্ড ফেসবুকে, ফেসবুক বিছানায় আর বিনিদ্র আমি

 

** এখন থেকেই লাইব্রেরিতে ধুলো জমেছে, এরপর বইগুলো মিউজিয়ামে রাখা হবে। কারণ কফিনের প্রথম পেরেক মারা হয়ে গেছে। শেষ পেরেকটা মারতে আর ক'টা বছর।

 

** পেরেকে বিদ্ধ নয়, সেদিন স্যোশাল মিডিয়ায় বিদ্ধ এক একটি যিশু আমরা

 

** সেদিন দুজনে...দুলেছিনু টুইটারে

 

** মেরে পাস গাড়ি হ্যায়, বাংলা হ্যায়.. তুমহারে পাস ক্যা হ্যায়? মেরে পাস লাইক হ্যায়

 

** দ্বীপান্তরে আমার সঙ্গে আমার সহবাস

 

** ফেসবুকের চোখ দিয়েই আকাশটাকে দেখা।

 

** শরীর শরীর, মন কোথায়?

 

** সেদিন যদি এক চিলতে খেলার মাঠ যদি বেঁচে থাকে, আশা করি শুধু মাঠ দেখতেই দর্শক হবে, খেলা নয়। কারণ খেলবে কারা?

.