কালামের জন্মদিনে তাঁর ১০টি উক্তি, মনে রাখা উচিত জীবনভর

Updated By: Oct 15, 2017, 12:36 PM IST
কালামের জন্মদিনে তাঁর ১০টি উক্তি, মনে রাখা উচিত জীবনভর

''স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন'। তাঁর কথা মনে পড়লে শুধু এই শব্দটাই যেন প্রতিধ্বনিত হয়।  আর তাই বোধহয় মৃত্যুর দু'বছর পরেও সজীব  তাঁর জীবন স্মৃতি। তিনি ড: এ পি জে আবদুল কালাম, দেশের প্রথম 'জনতার রাষ্ট্রপতি'। আর 'জনতার রাষ্ট্রপতি' বলেই বোধহয় তাঁর জীবন দর্শন, তাঁর উক্তি এতটা প্রসঙ্গিক। আজ তাঁর ৮৬তম জন্মদিন।  আজ প্রাক্তন রাষ্ট্রপতির জন্মদিনে ২৪ ঘণ্টার তরফে রইল শ্রদ্ধার্ঘ।

আব্দুল কালামেপ ৮৬তম জন্মদিনে রইল তাঁর ১০টি উক্তি, যা প্রতিটা মানুষের জীবনেই প্রসঙ্গিক...

''যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষপ।''


''End কথার অর্থ কখনওই 'শেষ' নয়। End-এর অর্থ 'Effort Never Dies' (চেষ্টা কখনওই বিফলে যায় না) যদি কিছু কোনও কিছু উত্তরে 'NO' (না) শোনো। তাহলে জানবে এর অর্থ 'Next Opportunity' (পরবর্তী সুযোগ রয়েছে)।''


''স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্নই চিন্তার রূপ পায়, আর সেই চিন্তা কাজে পরিণত হয়।''

''ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আসলে স্বপ্ন নয়, যা তোমায় ঘুমতো দেয় না স্বপ্ন আসলে সেটা।''


''যদি তুমি সূর্যের মত উজ্জ্বল হতে চাও, তাহলে প্রথমে তোমায় সূর্যের মতোই জ্বলে উঠতে হবে।''


'' আমাদের কখনও হাল ছাড়া উচিত নয়। আমরা কখনওই সমস্যাকে আমাদের হারানোর অনুমতি দিতে পারি না।''


''আমাদের জেতার ইচ্ছা যদি দৃঢ় হয়, তবে কখনওই পরজয় আমাদেরকে ছাপিয়ে যেতে পারে না।''


''আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই, তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে।''


'' কাউকে হারিয়ে দেওয়া তো খুব সহজ, শক্ত হল কাউকে জয় করা।''


''আমার কাছে মানুষ দুধরণের, প্রথমত নবীশ দ্বিতীয়ত অভিজ্ঞ।''

 

.