সমস্যার মাঝেই তামিলনাডু বিধায়কদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধি!

Updated By: Jul 19, 2017, 03:52 PM IST
সমস্যার মাঝেই তামিলনাডু বিধায়কদের ১০০ শতাংশ বেতন বৃদ্ধি!

ওয়েব ডেস্ক : এবার ১০০ শতাংশ বেতন বৃদ্ধি হল তামিলনাডু বিধায়কদের। আর তাতেই দেখা দিয়েছে বিতর্ক। বর্তমানে তাদের বেতন মাসিক ৫৫ হাজার টাকা থেকে বেড়ে হল ১ লাখ ৫ হাজার টাকা।

একদিকে, রাজ্যের খরা কবলিত এলাকাগুলিতে বিশাল পরিমাণে চাষের ক্ষতি হয়েছে। কৃষকরা সেখানে ঋণ মকুব ও ক্ষতিপূরণের জন্য প্যাকেজের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। যদিও, এখনও পর্যন্ত সেই আর্জি নিয়ে বিবেচনার কথা ভাবেনি তামিলনাডু সরকার। এই পরিস্থিতিতে বিধায়কদের বেতন বৃদ্ধি হওয়ায় দেখা দিয়েছে বিতর্ক। শুধু বেতন বৃদ্ধিই নয়, বেড়েছে বিধায়কদের পেনশনের পরিমাণও। ১২ হাজার টাকা থেকে তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।

সম্প্রতি, সমাজবাদী পার্টি সাংসদ নরেশ আগরওয়াল সংসদে বলেন, সপ্তম বেতন কমিশনের ঘোষণার পর বিধায়ক থেকে সাংসদের বেতনের থেকে তাদের সচীবদের বেতন অনেকটাই বেশি। তাই অবিলম্বে বিষয়টি নিয়ে বিবেচনার জন্য আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- রাজ্যের জন্য আলাদা পতাকার দাবি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার, গঠিত হয়েছে ৯ সদস্যের কমিটি

.