রেল কর্মীদের জন্য পুজোর বোনাস ঘোষণা করলেন জেটলি

Updated By: Sep 20, 2017, 09:39 PM IST
রেল কর্মীদের জন্য পুজোর বোনাস ঘোষণা করলেন জেটলি

ওয়েব ডেস্ক: পুজোর আগে রেল কর্মীদের জন্য সুখবর। রেলের কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল কেন্দ্র। 

মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ''দশমীর ছুটির আগে কাজের ভিত্তিতে বোনাস দেওয়া হবে কর্মীদের। এতে তাঁদের উৎসাহ বাড়বে।''

২০১৬-১৭ অর্থবর্ষে  ৭৮ দিনের বেতনের হিসাবে  বোনাস মঞ্জুর করা হয়েছে। বোনাস পাবেন ১২.৩০ লক্ষ নন গেজেটেড রেল কর্মী। দশমী ও পুজোর ছুটির আগেই বোনাস পেয়ে ‌যাবেন তাঁরা।

 

এর আগে রেলমন্ত্রী পী‌যূষ গোয়েল ঘোষণা করেছিলেন, রেলে এক লক্ষ শূন্য পদে শীঘ্রই লোক নেওয়া হবে।

আরও পড়ুন, এক লাখ শূন্যপদে নিয়োগের ঘোষণা রেলমন্ত্রী পীযূষ গোয়েলের 

.