১৩ টি সিংহকে জালবন্দি করল পশ্চিম গুজরাটের আমরেলির বনকর্মীরা

গরিলার হাতে চার বছরের শিশু। এক প্রাণের বিনিময়ে আরেক প্রাণ নেওয়ার সিদ্ধান্তই নিতে হল আমেরিকার সিনসিনাতি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। প্রথমে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও কাবু করা যায়নি গরিলাকে। তাই শেষেমেষ গুলি করতে হয় গরিলাকে।

Updated By: May 31, 2016, 09:23 AM IST
 ১৩ টি সিংহকে জালবন্দি করল পশ্চিম গুজরাটের আমরেলির বনকর্মীরা

ওয়েব ডেস্ক: গরিলার হাতে চার বছরের শিশু। এক প্রাণের বিনিময়ে আরেক প্রাণ নেওয়ার সিদ্ধান্তই নিতে হল আমেরিকার সিনসিনাতি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। প্রথমে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হলেও কাবু করা যায়নি গরিলাকে। তাই শেষেমেষ গুলি করতে হয় গরিলাকে।

ইউরোপে শরণার্থীর সংখ্যা ক্রমশই বাড়ছে। কেউ যুদ্ধে ঘর হারিয়েছেন, কেউ বা চরম দারিদ্র্যের শিকার। ছোট্ট এই শিশুটিকে জল থেকে উদ্ধার করেন এক জার্মান। ছবিতে ফুটে উঠেছে সভ্যতার চরম বিপন্নতা।

তিনজনের প্রাণ গেছে। তাই আর দেরি না করে  তেরটি সিংহকে জালবন্দি করল পশ্চিম গুজরাটের আমরেলির বনকর্মীরা। তাদের উদ্ধার কেন্দ্রে পাঠানো হয়েছে।

.