ত্রালে সেনা-জঙ্গি গুলির লড়াই শেষ, শহীদ এক পুলিসকর্মী, নিকেশ ২ জঙ্গি

১৫ ঘণ্টার লড়াই শেষ। শহীদ হয়েছেন এক পুলিসকর্মী। তবে, তাদের সেই লড়াই বৃথা যায়নি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিকেশ করা হল দুই জঙ্গিকে।

Updated By: Mar 5, 2017, 12:12 PM IST
ত্রালে সেনা-জঙ্গি গুলির লড়াই শেষ, শহীদ এক পুলিসকর্মী, নিকেশ ২ জঙ্গি

ওয়েব ডেস্ক : ১৫ ঘণ্টার লড়াই শেষ। শহীদ হয়েছেন এক পুলিসকর্মী। তবে, তাদের সেই লড়াই বৃথা যায়নি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিকেশ করা হল দুই জঙ্গিকে।

সেনাবাহিনীর কাছে খবর আসে এলাকার একটি বাড়িতে ঘাপটি মেরে রয়েছে জঙ্গিরা। সেই মতো গতকাল রাত থেকে যৌথ অভিযানে নামে সেনা ও পুলিস। জানা যায় সেখানে রয়েছে মৃত হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানি ঘনিষ্ঠ জঙ্গি নেতা। বাড়ি ঘিরে রেখে প্রায় ১০ ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। জঙ্গিদের গুলির কড়া জবাব দেন সেনা ও পুলিসকর্মীরা। লড়াই চলার সময় জঙ্গিদের গুলিতে নিহত হন মনজুর আহমেদ নামে জম্মু ও কাশ্মীরের এক পুলিস আধিকারিক। জখম হয়েছেন আরও এক সেনা আধিকারিক।

আরও পড়ুন- কাশ্মীরে ফের জঙ্গি হামলায় নিহত পুলিস কনস্টেবল

এরপরই আক্রমণের ধার আরও বেড়ে যায়। শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে সেখানে লুকিয়ে থাকা দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়।

প্রসঙ্গত, এই অভিযানের কথা এলাকায় ছড়িয়ে পড়তেই জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। সেনাবাহিনী ও পুলিসকর্মীদের লক্ষ্য করে ছুড়তে থাকে পাথর। তাদের ছত্রভঙ্গ করতে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিসবাহিনী।

.