সাত সকালে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১৭
ট্রাক দুর্ঘটনায় নিহত হলেন ১৭ জন। আহত হন কমপক্ষে ১৫ জন। মহারাষ্ট্রের পুনে-সাতারা জাতীয় সড়কের ঘটনা।
নিজস্ব প্রতিবেদন : ট্রাক দুর্ঘটনায় নিহত হলেন ১৭ জন। আহত হন কমপক্ষে ১৫ জন। মহারাষ্ট্রের পুনে-সাতারা জাতীয় সড়কের ঘটনা।
রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার সকালে পুনে-সাতারা জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকাই রাস্তার পাশের পাঁচিলে ধাক্কা মারে একটি ট্রাক। মঙ্গলবার ভোর ৫টা নাগাদ খান্ডালার কাছে ওই দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলেই নিহত হন ১৭ জন। আহতদের খান্ডালা গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। দুর্ঘটনার পরই পুনে-সাতারা জাতীয় সড়ক জুড়ে একের পর এক গাড়ি দাঁড়িয়ে পড়ে।
প্রসঙ্গত, সোমবার হিমাচল প্রদেশ-পঞ্জাব সীমান্তের কাংড়া জেলার নুরপুরে খাদে স্কুলবাস উল্টে মৃত্যু হয় কমপক্ষে ২৬ জনের। মৃতদের মধ্যে বেশ কয়েকজন পড়ুয়া রয়েছে। ঘটনায় আহত হন আরও ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
17 dead, more than 15 injured after the truck they were travelling in hit a barricade on Pune-Satara highway near Khandala. #Maharashtra pic.twitter.com/5ZN6cCDS46
— ANI (@ANI) April 10, 2018