উরি হামলায় নিহত ১৭ জওয়ান, দু'জন বাংলার

কাশ্মীরের উরিতে জঙ্গিহানায় শহিদ হয়েছেন সতেরোজন জওয়ান। তাঁদের মধ্যে দুজন এই রাজ্যের বাসিন্দা। একজন হাওড়ার যমুনাভেলির বাসিন্দা G দলাই ও দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিত্‍ ঘড়াই।

Updated By: Sep 19, 2016, 09:50 AM IST
উরি হামলায় নিহত ১৭ জওয়ান, দু'জন বাংলার

ওয়েব ডেস্ক: কাশ্মীরের উরিতে জঙ্গিহানায় শহিদ হয়েছেন সতেরোজন জওয়ান। তাঁদের মধ্যে দুজন এই রাজ্যের বাসিন্দা। একজন হাওড়ার যমুনাভেলির বাসিন্দা G দলাই ও দ্বিতীয়জন সাগরের বাসিন্দা বিশ্বজিত্‍ ঘড়াই।

আরও পড়ুন- উরিতে সেনা হেডকোয়ার্টারে জঙ্গি হামলা, মৃত ১৭ জওয়ান, নিকেশ ৪ জঙ্গি

উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ধাক্কায় হতবাক দিল্লি। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার আগে, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে থাকবেন BSF এবং CRPF-এর DG। উল্লখ্যে, এর আগে এই রকম হামলা হয়েছিল পাঠানকোটের সেনা ছাউনিতে। সেবারও অভিযোগের আঙুল উঠেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনের দিকেই।

আরও পড়ুন- আত্মঘাতী জঙ্গিহানার সতর্কতা থাকার পরেও কেন ১৭জন সেনাকে প্রাণ দিতে হল?

.