দেশের সেরা ২৪ ঘণ্টা ডট কম
'ComScore'-এর পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর মাসে ২৪ ঘণ্টা ডট কমের ইউনিক ভিজিটর ছিল ১৯ লক্ষ (১.৯ মিলিয়ন)। দ্বিতীয় স্থানে, আনন্দবাজার ডট কম (১.৬৮ মিলিয়ন) এবং তৃতীয় স্থানে রয়েছে এবিপি আনন্দ ডট কম (১.৫ মিলিয়ন)।
নিজস্ব প্রতিবেদন: গোটা দেশে বাংলা ভাষায় ওয়েব খবরের জগতে সবার সেরা ২৪ ঘণ্টা ডট কম। শুক্রবার এক প্রতিবেদনে একথাই জানাল সংবাদ সংস্থা পিটিআই।
'ComScore'-এর পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে বাংলা ভাষায় প্রকাশিত ওয়েবসাইটগুলির মধ্যে ২৪ ঘণ্টা ডট কম-ই শীর্ষ স্থানে। সর্বশেষ রিপোর্ট (অক্টোবর'২০১৭) অনুসারে, ২৪ ঘণ্টা ডট কমের ইউনিক ভিজিটর ছিল ১৯ লক্ষ (১.৯ মিলিয়ন)। দ্বিতীয় স্থানে রয়েছে আনন্দবাজার ডট কম (১.৬৮ মিলিয়ন)। তৃতীয় স্থানে রয়েছে এবিপি আনন্দ ডট এবিপিলাইভ ডট ইন (১.৫ মিলিয়ন)। বাঙালি পাঠকের আস্থা অর্জন করতে পেরে আপ্লুত ২৪ ঘণ্টা ডট কম-সহ গোটা Zee পরিবার।
উল্লেখ্য, জি মিডিয়া সংস্থার 'জি ডিজিটাল' প্রয়াসের অঙ্গ ২৪ ঘণ্টা ডট কম। জি ডিজিটালের প্রধান রাজীব সিং এদিন জানিয়েছেন, "দেশ ও বিশ্বের বাঙালি পাঠকদের কাছে ডিজিটাল মাধ্যমে নিষ্ঠার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের কাজ। নিরন্তর সেই কাজই করে চলেছে ২৪ ঘণ্টা।''
দেখুন সেই প্রেস বিবৃতি- http://www.ptinews.com/pressrelease/27184_press-subZEE-News-24Ghanta-com-Emerges-Market-Leader-in-News-Digital-in-Bengal